পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐभैौ° ३ झकर्बई औबने 8A মুখে এ কি অমুখ-দহন। জননীর স্নেহরাশি, প্রেয়সীর প্রেম-হালি, সুহৃদের রস-আলাপন, জনকের আশীর্ব্বাদ, কোলে শিশু মায়া-ফাদ, সোদরের ভক্তি-সম্ভাষণ— তবুও মুখের তরে কেন প্রাণ হা-হু করে? কার শাপে হৃদি অচেতন। মুখে এ কি অসুখ-দহন। কার শাপে হৃদি অচেতন। জীবনে নাহিক দীপ্তি, হৃদয়ে নাহিক তৃপ্তি, কুয়াসায় ঘেরা প্রাণ-মন ৷ কামনার নাহি ফুর্ত্তি, দুঃখের নাহিক মূর্ত্তি, মর্ম্মে মর্ম্মে তবু জালাতন। গড়ি’ দুঃখ নিজ হাতে, যুঝি যেন তার সাথে— নিজ মৃত্যু করিতে সাধন। কি দুর্ব্বহ আমার জীবন। পলে পলে এ কি এ মরণ। বদ্ধ তড়াগের মত সহিতেছি অবিরত— স্রোতোহীন প্রাণান্ত কম্পন। ধর। ঘুরে ঘুরে, হায়, হয়েছে কি শ্রাস্ত-প্রায়, নারে ক্রত ঘুরিতে এখন? চঞ্চল সময় কি রে চলে এত ধীরে ধীরে? এত দূরে থাকে কি মরণ? কি দুর্ব্বহ আমার জীবন। যায়—যায় সাধের যৌবন। হাসি কাদি গাই বটে— দাগ নাই হৃদি-পটে। প্রাণে নাই প্রাণের বন্ধন।