পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রদীপ ঃ হৃদয়-সংগ্রাম হৃদয়-সংগ্রাম কি ভীষণ চলেছে সংগ্রাম প্রিয়জন সনে অবিরাম। পূজ্য বৃদ্ধ পিতা মাতা, স্নেহের পুত্তলী ভ্রাতা, সহোদর–বালিকা সুঠাম, তাহারাও জনে জনে উন্মত্ত এ মহারণে। হ। জীবন, হায় ধরাধাম। সখা সখী আত্মীয় স্বজন— তারাও যুঝিছে অমুক্ষণ। প্রাণাধিক প্রাণেশ্বরী তারো সনে যুদ্ধ করি, সে-ও শক্রসেনা এক জন। শত তপস্যার ফল এই শিশু সুকোমল, এ-ও এক যোদ্ধা বিচক্ষণ। নর-জন্মে এ কি রে তুর্গতি। এ কি রণ স্বজন-সংহতি। এ কি অদৃষ্টের ফের— কোথা শেষ এ রণের? সন্ধিতে কাহারো নাই মতি। সবাই সবারে চায় মিশাইতে আপনায়, দিয়া মায়া, দিয়া স্তুতি-নতি। আহে। এ কি হৃদয়ের রণ— পরম্পরে করিতে আপন। সবারি বিভিন্ন গতি, অথচ সবারি মতি ভাঙ্গিতে এ পার্থক্য-বন্ধন। দেবে না থাকিতে দেহ আপনে সম্পূর্ণ কেহ, যাবে না-ও পথিক মতন। চলিবে, চলিবে অবিশ্রাম— এ ষে মহা মায়ার সংগ্রাম। ۹-سه