এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রদীপ ঃ জীবন-সংগ্রাম হেথা স্থষ্টি ভেসে যায়, হোথায় না ফিরে’ চায় সতী-হারা ভোলা। কোথা সে সম্পূর্ণে শূন্ত, প্রতি পাপে মহাপুণ্য, আনন্দ—আবেগে; জগতে জীবনে হেলা, গ্রহে উপগ্রহে খেলা, নিদ্রা মেঘে মেঘে। দেবতার গৃহ সম, কোথা সে হৃদয় মম সদা মুক্তদ্বার। আত্ম-পর নাহি জানে, ধূপে দীপে ফুলে গানে— সবে আপনার। কোথা শত চিত্রে ভরা, নিত্য-নব আশে গড়া দূর ভবিষ্যৎ— ফুল ফুটে, জ্যোৎস্না লুটে, নুপুর গুঞ্জরি’ উঠে কুঞ্জবন-পথ। গতদিন স্মরি’ মনে, কেন আর রণাঙ্গনে আলস্ত-লুণ্ঠন ৷ আনিবার্য্য এ সংগ্রাম— যুঝি তবে অবিশ্রাম করি’ প্রাণপণ।