এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
S উপহার ধর, সখী, কনক-অঞ্জলি। নহে ইহ। ফুলমালt— অগসি নাই দিতে জ্বাল; এসেছি বিদায় নিতে, কেঁদে যাব চলি। তুলিব না পূর্ব্ব-কথা, সে কেবল মর্ম্ম-ব্যথা; নাহি সে সময় অণর,ঞ্জকারে কিবা বলি’ ৷ অদৃষ্ট-ঝটিকা-ঘায় শুষ্ক পত্র উড়ে যায়, কদমে তরুর মূলে, তুমি কুন্দকলি, ধর, ধর হৃদয়-অঞ্জলি। কি দিয়ে শোধিবে দীন তোমার অশেষ ঋণ। তৰু দিল—যাহ ছিল, মর্ম্মে মর্ম্মে জ্বলি”। কত দিন পরে কত দিন পরে অণজ—কত দিন পরে, সে স্মৃতি-কুহকে চিত চমকে আবার। বিশীর্ণ কল্পনা-ফন্তু, কি উচ্ছাস-ভরে, ছুটিছে কল্লোলি’ আজ প্লাবি পারাপার। সে চির-মিলন-আশা, দূর বনাস্তরে, মাধবী-বাসর-কুঞ্জ রচিছে আমার। জাগিছে সে প্রেম-স্বল্প নব কলেবরে,— তরল জ্যোৎস্নায় হেরি* তোমার আাকার।