পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 অক্ষিকোটরের রোগবিলি। ব। নিকটবর্তী সাইনস্ হইতে উৎপন্ন হয়, ઝાડ সঙ্কীর্ণরূপে সংলগ্ন থাকে। কিন্তু ইহার এই এক গুণ যে, উচ্ছ। চতুস্পার্শ্বে বিস্তৃত হইতে পারে। লক্ষণ —যে সকল লক্ষণে অক্ষিকোটরে এই এক্স অস্টে সিস (Exostosis ) রোগ উৎপন্ন হয়, তাহ উহর অবস্থান এবং বৃদ্ধির পরিমাঁণ/নুসারে বিভিন্নরূপ হইয় থাকে। অক্ষিগোলক এই অস্বাস্থ্যজনক পদার্থের দ্বার। চালিত হইয়, উহার কেণটর হইতে অণপ বা অধিক পরিমাণে বহির্গত হয়। “ এই রোগ তদুণ যন্ত্রণাদায়ক নহে; কারণ রোগীর কথন তা(মাদিগকে তদ্বিায়ের নিমিত্ত অভিযোগ করে না। টিউমর রহত্তর হইলে, কঠিন গোলাকার অথবা অস্থিসংলগ্ন স্পিকিউলেটেড ( Spieulated ) স্তুপ মাত্র বলিয়। বোধ হয়। উহার অপারস্থান কখন২ প্রসারিত ও কখন ২ বৃন্তবহু হইয়। থাকে। চিকিৎস —সরাচর এবিধ অস্থ্যর্ব্বদ নিষ্কাশিত করা অতিশয় কঠিন কর্ম্ম। কারণ তহিতে মস্তিষ্কাবরণস্থি বিদারিত হইবার সম্পূর্ণ সন্ত+ বন আছে। অনেকস্থলে টিউমার স্বভাবতঃ আরোগ্য, ও হস্তিদন্তবৎ স্তুপ সহসা বিচুত হইয়। গিয়ছে, এরূপ উদাহরণও পাওয়া যায়। সগর জেমস প্যাজেটের মতে, অর্ব্ব দেপরিস্থ কেদল পদার্থ মধ্যে অস্ত্র নিমজ্জিত করিয়া, টিউমারকে তানৰ্বিত করিতে হয়; এবং অবশ্যক হইলে, অস্থির উপরিভাগে ইস্ক্যারেটিক্স (Escharotics ) অর্থাৎ অস্থিক্ষয়কর ঔষধ প্রদান কর। উচিত।” অক্ষিকোটরের চাগ লাগিয়া উৎপন্ন (FROM CoMPRESSiox or ruR ORBIT ) একসঅপথ্যালমসূ –পূর্কেই বল গিয়ছে যে, অক্ষিকোটরের গহবর বাহ প্রতিচাপ বা আভ্যন্তরিক অস্বাস্থ্যজনক পদার্থোৎ পত্তি ( Grow th৪ ) দ্বারা আক্রান্ত হইতে পারে। কোন২ ভয়tনক ও পুরাতন হাইড্রোসেফলিস (IIydrocephalus ) রোগে ক্র্যানিয়ম ব! করোটি-গহবর এত তরল পদার্থ সমবেত হয় যে, তদ্বার। ললাটস্থির তক্ষিকেটরসের নিম্ন ও সম্মুখদিকে প্রতিচালিত হইয়া, তুক্ষিগোলককে কেটের হইতে বহিষ্কৃত করে, এবং তদুপরি তাক্ষিপুটদ্বয় মুদিত করিতে পীরা যায় না। যাহা হউক, এইরূপ রোগের প্রকৃতি দেখিবণমাত্রেই অনুভূত হয় বলিয়া, ভদ্বর্ণনায় অণর অধিক সময়ক্ষেপ করিলাম না. ফন্‌ট্যাল সাইনস্ হইতে উৎপন্ন (From Diseases of Paget’s “Lectures on Surgical Tathology “3 cd. p. 536.