পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিকোটরীয় উদ্বন্ধন এবং অর্ব্বদ সকল। tra the Frontal Sinus) gososolston's s—oistur- stats লাগিলে, সেই অপঘাতে যদি য়্যান্টেরিয়র এথময়িড্যাল ( Ethnioidal ) অর্থাৎ অগ্রবর্তী শতপোনকাস্থিক, ও ফ্রনট্যাল বা ললাস্থিক কোন২ সেলস ( Cells ) বা কোষ ভগ্ন হয়, তাহ হইলে সচরাচর ফুন ট্যাল সাইনস পরিপ্রসারিত হইয়। পড়ে; এবং তাঁহাতে ইনফেণ্ডিবিউলম ( Infundibulum ) কদ্ধ হইয়া, উক্ত সাইনস্থ হইতে নাসারন্ধে, শ্লেষ্মার গভর্ণয়াত ৰুদ্ধ করে। এইরূপে ফ্রনট্যাল সাইনসের মলবদ্ধ হইয়া, ক্রমশঃ উহাতে সর্ব্বদা অধিক পরিমাণে সংযত হওতঃ পরিশেষে উহাকে প্রসারিত করে। যদি কোনরূপ আঘাত না লাগিয়া পীড়ার উৎপত্তি হইয় থাকে, তবে আমাদিগকে এরূপ বিবেচনা করিতে হইবেক যে, এই পীড়ীয় ইনফেণ্ডিবিউলম কন্ধ হইয়াছে। ইহার লক্ষণ সকল তীক্ষ্ণ প্রদাহের লক্ষণের ন্যায়, অথবা পুরাতন প্রকৃতিস্থ হইয় থাকে। এই দুই লক্ষণের প্রথম লক্ষণপন্ন হুইলে, রোগী ললাট এবং নাসামূল-প্রদেশে ভয়ানক যাতন অনুভব করে। ফনট্যাল সাইনস পুর দ্ব"। প্রসারিত হইয়। উদঘাটিত হয়, এবং সেই পূয় নাসিক বা অক্ষিকোটরের উৰ্দ্ধপ্রদেশ মধ্যে গমন করে। কিন্তু শেষোক্ত লক্ষণাপন্ন হইলে, অক্ষিকোটরের উদ্ধাভ্যন্তরদেশু হইতে একটা স্ফোটক উৎপন্ন হইয়া, চক্ষুকে বিপরীতদিকে প্রতিচাপ প্রদান করতঃ, উন্নতভাবে বহিঃস্থত হয়। উৰ্দ্ধাক্ষিপুট প্রদাহিত হয়, ও স্ফীত প্রদেশ স্পর্শ করিলে যন্ত্রণ প্রদান করে; পরিশেষে তন্মধ্যে ফুকচুয়েশন অনুভূত হয়। পুরাতন স্থলে এই রোগে যাতন বা প্রদাহের অপরাপর লক্ষণ সকল তাদৃশ অনুভূত হয় না। কিন্তু অক্ষিকোটরের উদ্ধাভ্যন্তরদেশে একটা টিউমার ক্রমশঃ সমুৎপাদিত হইয়া, অক্ষিগোলককে নিম্ন, বহি; ও সম্মুখদিকে বহিঃস্থত করে। সচরাচর এই পীড়। একটী সাইনসে অর্থব দুইটী সাইনসেও হইয়। থাকে। যদি ললাটাস্থির স্ফীতি এবং তৎস্থনের যন্ত্রণ দেখিয়া এরূপ মনে হয়. যে, সাইনস তরল পদার্থের দ্বারা প্রসারিত হইয়ু ঐরূপ হইয়াছে; তাছা হইলে অস্থিময় প্রাচীরের মধ্যে কর্ত্তন করিয়া, বদ্ধ পূয় নির্গত করা সর্ব্বতোভাবে পরামর্শ সিদ্ধ।” মিস্টার লসন সাহেব এই রোগে নিম্ন লিখিত ব্যবস্থ। প্রদান করেন। “টিউমারের সমুচ্চতর দেশোপরি, অক্ষিপুটের উপরিস্থিত ফেলডের সমান্তর

  • See the report of a case in which this operation was successfully performed by J. W. Hulke: Ophthalmic Isospital Reports, vol. • iv. p. 176.