পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিগোলকের স্থানান্তরম্ভ। Ե Տ অক্ষিগোলকের স্থানান্তরত। ( Dislocation ), যখন অক্ষিগোলক অক্ষিপুটের সেত্রিক স্তরের সীন। অতিক্রম করিয়া, কেটের হইতে বহির্গত হইয{ অণইসে, তখন তাহণকে অক্ষিগোলকের স্থানন্তরত বা সন্ধিচু্যতি কহে।যেমন,—একটা বাহ পদার্থ অক্ষিগোলক এবং অক্ষিকেটেরপ্রাচীরের মধ্যে বেগে প্রবিষ্ট হইলে, এইরূপ ঘটনা সংলক্ষিত হয়। অতাপ দিন বিগত হইল, ডাক্তার ম্যাকনামীর সাহেব এইরূপ একটা স্থল চিকিৎসা করিয়াছেন। রোগী একজন সমুদ্রযান নবিক; সহবাস। সহিত বিবাদে তাছার বাম চক্ষু বহিঃস্থত হওয়ায়, ব’ম:fক্ষগোলক গণ্ডদেশ পর্য্যন্ত ঝুলিষণ পড়িয়ছিল; এবং অক্ষিগোলকের পশ্চাৎ প্রদেশস্থ সমুদায় টিসু ও সন্ধিচত হইয়াছিল। অধিকন্তু তৎকালে দর্শন-স্নায়ুও ঐ. সঙ্গে ২ এতদ্বিধ দশ প্রাপ্ত হুইয়াছে বলিয়া বিলক্ষণ বোধ হওয়ায়, এস্থলে এবম্বিধ চক্ষু রক্ষণ করিতে যত্ন করা সম্পূর্ণ রথ। বোধ হইয়াছিল। সে যাহ৭হউক, এরূপ স্থলও বর্ণিত আছে, যtহণভে কোন চক্ষু স্থানন্তরিত হইলে, রোগী কেবল তৎসময়েই তদ্বারা দেখিতে পায় না। কিন্তু উক্ত চক্ষু কোটরে পু রানীত হইলে, তাম্বলতে দৃষ্টির কোন প্রবণর ব্যাঘাত জন্মে না “। এই হেতু যেঃ স্থলে রোগীর দর্শনস্বায়ু ছিন্ন হইয়া গিয়াছে এরূপ প্রমাণ পাওয়া যাগ, তত্তৎস্থল ব্যতীত অন্যান্য স্থলে, অক্ষিপুটদ্বয়কে পরস্পর পৃষ্ঠুর ২ করিম, স্থানান্তরিত চক্ষুকে কেটের মধ্যে পুনরানয়ন কর। পরামর্শ সিদ্ধ। পরে এইরূপ স্থলে মুদিত অক্ষিপুটদ্বয়ের উপরিভাগে দৃঢ়বদ্ধ কম্প্রেস বা ব্যাণ্ডেজ বন্ধন বরিঘ, আক্ষিগোলককে তাঙ্কণর স্বস্থানে পুনরবস্থিত হইতে দেওয়া যুক্তিসিদ্ধ। যদি অতঃপর চরি কিম্বা পণচ দিবসে রোগীর দৃষ্টজ্ঞান না জন্মে, তবে অক্ষিীক্ষণ যন্ত্র দ্বারা ঐ চক্ষু পরীক্ষ। কারবার যত্ন করা উচিত। এই পরীক্ষায় রেটিনকে কোরইড, ছইতে অন্তরিত, বা অপ্টিক্‌ ডিস্কের হ্রামত অনুভূত হইলে, চক্ষু রক্ষ। বরিতে যত্ন করা রুথ। মাত্র। উহা একেবারেই নিষ্কাশন কর। বিধেয়। রোগী সমৃদ্ধি সম্পন্ন ও ব্যয়-সহিষ্ণু হইলে, চক্ষু নিষ্কাশিত করিয়, তৎপরিবর্ত্তে কৃত্রিম চক্ষু ব্যবহার করা গিয়া থাকে। রোগী যদি এই ঘটনার চtfর পাচ দিবস পরে অপায়িত চক্ষুতে কিয়ৎ পরিমাণে দেখিতে পায়, তবে প্যশস্থ এবং ব্যাণ্ডেজ দ্বার সমাবদ্ধ রাথিয় তিন সপ্তাহ বা তদধিককাল পর্য্যন্ত চক্ষুকে পুর্বস্থানে স্থাপিত রাখিতে ছর। এই বিষয়ে বন্ধনী যত দৃঢ়বদ্ধ হইবে, ভতই উত্তম। অক্ষিগোলক এইরূপে কেণটার প্রবিষ্ট হইলে, এবং বিভক্ত পেশী সকল অক্ষিগোলকের অগ্র প্রদেশের সন্নিধানে সমাবদ্ধ হইতে যথেষ্ট সুযোগ পাইলে..

  • Mackenzie “On 15iscascs of the Lyc." third edition, p. 13.