পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্রাগ্রন্থির পীড়া। సెరి অশ্রুগ্রন্থির (Lachrynual gland ) পীড়া | e অশ্রাগ্রস্থির প্রদাহ —এই প্রদাহ প্রবল বা পুরাতন এতদুভয়ের একবিধ ধর্ম্মণক্রান্ত হইতে পারে। কিন্তু প্রবল প্রদাহ উপস্থিত হইতে কদণচিৎ দেরিতে পাওয়া যায়। পুরাতন প্রদাহও সচরাচর দেখিতে পাওয়া যায় ন}; তবে কখন ২ এই রোগ স্কুফুল (Scrofula ) রোগাক্রান্ত ব্যক্তি সকলে আবির্ভূত হইতে দেখা যায়। অশ্রাগ্রন্থির গুঢ় অবস্থান প্রযুক্ত, সম্মুখ হইতে কেশন প্রকণর আঘাত সাপেক্ষভাবে ইহাতে লাগিতে পারে না। কিন্তু অন্যপক্ষে যদি উহ! প্রদাহিত হয়, তবে এই গুপ্ত অবস্থান প্রযুক্তই সেই প্রদাহ চতুস্পার্শ্ববর্ত্তী সংযোজক দিল্লীতে প্রসারিত হইয়। পড়ে। অপিচ সচরাচর কোষিক-ঝিল্লী প্রদাহ এবং এই গ্রন্থি-প্রদাহ বিভিন্নরূপে নির্ণয় করণও আতিশয় অসম্ভব। লক্ষণ। রোগী অক্ষিকোটরে ভয়ানক বিবিদ্ধ যন্ত্রণ অনুভব করে। উহু ললাটদেশ ও মস্তকের পাশ্বদেশ পর্য্যন্ত বিস্তৃত হয়। অক্ষিগোলক নিম্ন ও সম্মুখটিকে, বা অভ্যন্তর ও পশ্চাদিকে প্রতিচাপ প্রাপ্ত হইয়া, অক্ষিপুট ও কনজংটাইভকে গাঢ় রক্তসংঘতিত ও সমধিক স্ফীত করে। অধিকন্তু এই সকল লক্ষণের সঙ্গে২ জ্বর উপস্থিত হয়। আর যদি প্রদাহ-ক্রিয়ার বৃদ্ধি হল, তবে সত্বর অক্ষিকোটরের উদ্ধ ও বহির্দেশে উর্ম্মিবিলোড়ন অনুভূত হইয় থাকে; এবং কিছুকাল পরে, উৰ্দ্ধাক্ষিপুট হইতে এক বা তদসিক ছিদ্র দিয়৷ পূয় নির্গত হওয়ায়, স্ফোটকান্তর্ব্বত্তী সমুদায় বস্তু নিঃস্থত হয়; সুতরাং স্ফীতি এবং প্রদtহ ক্রমশঃ হ্রাস হইতে থাকে। যাহাঁহউক কোনই সময়ে পেরিযাষ্টয়ম, এবং তাহার কিয়ৎ পরে গ্রন্থির সন্নিকটবর্তী অস্থি পর্যন্তও পীড়িত হয়। এইরূপ স্থলে একটা নালীপথ সমুদিত হইয়! যতদিন পর্য্যন্ত না পীড়। আরোগ্য হয়, তত দিন পর্য্যন্ত উন্মুক্তভাবে অবস্থান করে। চিকিৎসা | —প্রবল প্রদাহ হইলে, পীড়ার প্রথমাবস্থায় পীড়িত 呕忆可 জলে'ক এবং শীতল জলের পটী সংলগ্ন করিয়া পুয়োৎ পত্তি নিবণরণ করিতে হয়। পরে যদি পুয়োৎপত্তি তৰ্নিবার্য্য হইয়া পড়ে, তবে উত্তপ্ত পোলটিস ক্রমশঃ দুই ঘণ্টা অন্তর ঐ স্থানে সংলগ্ন করা বিধেয়। শারীরিক উত্তেজন নিবারণ করিতে সচরাচর মফিয়া ব্যবস্থণর করা উচিত। আর যদি জ্বরজ লক্ষণসকল প্রকাশমান থাকে, তবে আমরা সচরাচর & Gizzonizziès fostă ( Diaphoretic mixture) অর্থাৎ স্বেদনিঃসরক ঔষধ ব্যবহার করিয়! থাকি, তাহণ সেবন করা বিধেয়। এই অবস্থানস্থ স্ফোটক যত সন্থর তন্ত্রবিদারিত হয়, ততই উত্তম। এই নিমিত্ত