অশ্রুগ্রন্থির পীড়া। ৯৫ যাহা হউক, এই সকল নালী-পথ সংৰুদ্ধ হইয়৷ তারোগ্য হওয়া অতিশয় কঠিন। কারণ গ্ল্যাণ্ডের অত্যপ অংশ অবশিষ্ট থাকায়, তথা হইতে অনবরত রস বহির্গত হইতে থাকে। ইহার এক উত্তম বিধান এই যে, কষ্টিক প্রদান করিয়া কিরূপ ফলোৎপত্তি হয় তাহ দেখিয়া ( ৬০ পৃষ্ঠা দেখ), পরিশেষে উৰ্দ্ধাক্ষিপুটের ভিতর দিয়া, গ্রন্থির অবশিষ্টাংশ বর্তন করিতে হয়। পরে উহা বহিষ্কৃত করিয়া উহার অবস্থানাধীর গহবরোপরি বাতি কষ্টিক লেপিত করিয়া দেওয়া বিধেয়। এইরূপ করিলে অপর্য্যাপ্ত প্রদাহ পযু"ত্তেজিত হইয়া, গহবর ও নালী-পথ মুদিত ও তারাগ্য হয়। অশ্র-গ্রন্থির রোগ চিকিৎস সময়ে, ইহা সতত মনে রাখা উচিত যে, কনগ্রোমিরেট এবং কনজংটণইভ্যাল গ্ল্যাণ্ড হইতে রস নিঃস্থত হইয়া, কনজৎটাইভার উপরিভাগ সতত রসার্দ্র থ,ণকে। কিন্তু এই রসার্সতা তপ্রকগ্রন্থির নিঃস্থত রসের প্রতি কোনমতেই নির্ভর করে না; সুতরাং যে২ স্থলে এই গ্রন্থিতে অনিয়ণিতরূপে রসাতিরিক্ত ( Epiphora ইপিফোরা ) হইয়া, সতত গণ্ডদেশ দিয়া তা শ্রী প্রবাছি ত হয়, সেইং স্থলে অন্যান্যবিধ চিকিৎসা-প্রণালী অকিঞ্চিৎকর হইলে, নিরাপদে গ্রন্থি নিষ্কণশন করাই বিধেয় হয়। এইরূপ করিলে, চক্ষুর স্বাভাবিক রসাত্র'ত বিষয়ে ভয়ের লেশ মাত্রও থাকে না। জঁপিচ এই হেতু পুরাতন প্রদাহ বা অন্যবিধ কারণে তাশ্র গ্রন্থি বিনাশিত হইলে, চক্ষুর নীরস্থতা বিষয়ে রোগী বেণনপ্রকারে ক্লেশ অনুভব বা তদভিযোগ করে ন!। ফাইব্রো-প্ল্যাষ্টিক এবং ক্যানসারস্ বা কার্কটিক উদ্বৰ্দ্ধন ( Fibro-plastic and Caucerous Growtlis ) |—siapগ্রন্থি কখনই ফাইব্রেগ-প্ল্যাক্টক্ গ্রোথষ এবং স্কিরস কিম্ব নিলগনেসিস, অর্ব্বদ দ্বারা সমাক্রান্ত হয়। প্রথমোক্ত রোগ হইলে নিম্নলিখিত লক্ষণ সকল প্রকাশ পায়।—তাক্ষিগোলক নিম্ন ও পশ্চাৎ দিকে অধিক বা তপ পরিমাণে স্থানান্তরিত হয়, এবং কিছুকাল পরে উৰ্দ্ধাক্ষিপুটের বহিঃস্থ পশ্চাদেশে বিবৰ্দ্ধিত গ্রন্থি স্পষ্ট দেখিতে পাওয়া যায়। এই ফাইব্রোপ্ল্যাষ্টিক গ্রেগযসূ সচরাচর মৃদুরূপে পরিবৰ্দ্ধিত হইতে থাকে; এবং পরিবৰ্দ্ধিত হইলেও কোন প্রকার যন্ত্রণ প্রদান করে না। যদি এই অবস্থানে কাকটিক রোগ উৎপন্ন হয়, তবে উল্লিখিত লক্ষণ ভিন্ন উহাতে শরীরের অন্যান্য স্থানে এই ম্যালিগন্যান্ট পীড়া হইলে, যে২ লক্ষণ অভু্যদিত হয়, তৎসমুদায়ও দেখিতে পাওয়া যায়। - পূর্ব্বে ত:ক্ষিকেটের ইইতে স্কিরস অপনয়ন বিষয়ে যেরূপ চিকিৎসার আলোচনা করিয়াছি, অশ্র গ্রন্থির মালিগ ন্যান্ট পীড়ীর পক্ষেও তদ্রুপ, ীি-কি ২mার প্রয়োজন |
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।