পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°C° অক্ষিকোটরের রোগাবলি। সুন্যপক্ষে বিবৰ্দ্ধন অথবা ফাইব্রে-প্ল্যাষ্টিক উদ্বর্দ্ধন হইলে, গ্রন্থি নিষ্কাশন করা উচিত। তাহ না করিলে, উহা ক্রমশঃ অধিক দিন পর্য্যন্ত অক্ষিগোলকে প্রতিচাপ প্রশন করিয়া, পরিশেষে চক্ষুকে একেবারে বিনষ্ট করিতে পারে। অশ্রুগ্রন্থি-নিষ্কাশন —সুপ্র-অর্বিট্যাল রিজ (Supra-orbital ridge) অর্থাৎ উর্দ্ধ অক্ষিকেটের প্রাচীরের বহিঃস্থ দ্বি-ত্রাংশের সমান্তরভাবে উৰ্দ্ধাক্ষিপুটের ভিতর দিয়া, লম্বে সৰ্দ্ধৈক ইঞ্চি পরিমিত কর্ত্তন করিতে হয়। পরে কর্তিত স্থানের প্রান্ত ফণক করিয়া, কৌষিক-ঝিল্লীকে বিভাভিত, এবং উক্ত গ্রন্থি ও তাহার অনুষঙ্গিক লোব ( Accessory lobe ) উন্মুক্ত ও অনরত করা আবশ্যক। উহারা অনাৱত হইলে, একথানি স্ক্যাল পেলের বাট দিয়া গ্রন্থিকে সমুদায় বাহ-সংস্রব হইতে বিচ্ছিন্ন করিয়া, পরিশেষে উল্লাহ নিষ্কাশিত করা বিধেয়। এই অস্ত্রণঘাতিতস্থান হইতে গাঢ় রক্তপিণ্ড সযত্নে পরিষ্কৃতরূপে ধৌত করিতে হয়; এবং অtঘাতিত প্রান্ত সুচার দ্বারা একত্র করিয়া, তথায় শীতল জলের পটী আ|বৃত করাই সর্ব্বতোভাবে বিধেয়। মিটার জে, ড্ৰেড লরেন্স সাহেব অক্ষিকোটরপ্রাচীরের উদ্ধ ও বহিঃস্থ তৃতীয়াংশে, লম্বে: ইঞ্চ পরিমিত করিয়া আড়াআড়ি ভাবে কর্ত্তন করিয়া থাকেন। তদনন্তর তিনি তাক্ষিপুটম্বঘের বাহ সংযোগস্থান হইত্তে পুর্ব্বোক্ত বিদারণের বহিঃপ্রান্ত পর্যন্ত কাচি দ্বারা বিভাজিত করিয়া, এক টী ত্রিভুজাকার স্থান নিষ্কাশিত করিয়া ফেলেন। অশ্রুগ্রন্থি এইরূপে সহজে আমণরত হইলে, একটা তীক্ষ্ণ গ্র হুক্‌ নামক অস্ত্র দ্বারা উহাকে প্লুত করিয়া, সম্মুখদিকে টানিলে, উহ। নিষ্কাশিত হইয়। পড়ে। তৎপরে কর্জিত স্থানের প্রান্ত সুচার দ্বার সম্বদ্ধ করিতে হয়। কর্জিত স্থামটী অতঃপর সরলভাবে উৰ্দ্ধাক্ষিপুটের লেীল চর্ম্মে অবস্থত হইয়', সত্বর অদৃশ্য হুইয পড়ে।” নিষ্কাশিত অর্ব্বদের আকারানুসারে কর্জিত স্থানের আকারও মানবিধ হইয়। থাকে। “ - - অস্বাস্থ্যজনক পদার্থের উদ্বদ্ধন দ্বারা যদি অক্ষিগোলক কেটের হইতে বর্তিত হইয়। তাইসে, তবে অস্ত্র করিবার পরেই অক্ষিপুটের উপরিভাগে পাড় দ্বারা বন্ধন করা উঠিত। যতদিন পর্যন্ত টিল্প সকল সমুচিত হইয়া প্রকভ{য়তন প্রাপ্ত ন হইবে, ততদিন পর্যন্ত অক্ষিগোলককে এইরূপে স্বস্থানে অবস্থিত রাখা সর্ব্বতোভাবে উচিত। SAASAASAA S S AAAA SSS SSAS SSAS SSAS SSAS SS SAAAASAAASSS S SS S SAAAS AAAAA AAASS

  • Ascdical Times and Gazette, Sept. 1, 1806, p. 231.