পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> c a অক্ষিপুটের রোগবিলি। উপরিভাগ স্পঞ্জ ৰ আর্দ্র চীরবাস দ্বারা ঘর্ষণ বা মজ্জন কোনমতেই বিধেয় নহে; কেবল প্রাতঃসন্ধ্যা দুইবার করিয়া বিলেপন ঔষধ পরিবর্তন করিয়া, প্যাড ও ব্যাণ্ডেজ দ্বারা সমাবদ্ধ করিয়া রাথিলেই যথেষ্ট হয়। অক্ষিপুটদ্বয়ের প্রান্তভাগ হইতে যদি এক পর্দা পাতলা ত্বক উন্মোচিত হইয়া যায়, তবে তাহীদের পরস্পর সংলগ্ন হইবার অনেক সম্ভণবন। আছে; বিশেষতঃ উহাদের অন্তর ও বহিরপশঙ্গ প্রদেশ প্রণয়ই সংমিলিত হইতে পারে। এইরূপ স্থলে চক্ষু সতত উল্মীলিত করা এবং অক্ষিপুটদ্বয়কে পরস্পর পৃথক্ভুত রাখা উচিত। ইহাতে যদি কোন স্থান সংযোজিত হইয় থাকে, তবে তাহাও বিচ্ছিন্ন হইয়। যাইবে। সমভাগ গ্লিসিরীন এবং ষ্টার্চ একত্রে উত্তপ্ত করিয়া যে মলম প্রস্তুত হইয়া থাকে, তাহ অথবা ক্যাকোয় বটার বা তদ্রুপ আর কোন দ্রব্য, যাহার কোন উত্তেজক গুণ নাই, তাহ অক্ষিপুটদ্বয়ের প্রান্তভাগে সংলিপ্ত করিতে হয়; করিলে অক্ষিপুটদ্বয়ের অপক প্রশস্ত পরস্পর সংযোজিত হইতে পারে না। অধিকণংশস্থলে যtহাতে অনাৰ্বত অক্ষিপুট তদবিরক চর্মের সহিত কোন wiztiá airtisfaxo (Chemical ) an offo otwi f ( Mechanical Agents) দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তৎ প্রতিবিধুনে কম্প্রেম ব্যবহার করা সর্ব্বতোভাবে বিধেয়। অক্ষিপুট-প্রদাহ। ইরিসিপিলাস্ (Erysipclas) —অক্ষিপুটের চর্ম ফুেগ্রমোনস অথবা ইরিসিপিলেটস্ প্রদাহ সমাযুক্ত হইয়া থাকে। এই শেষোক্ত প্রদাহ, সাধারণতঃ অধিক কাল পর্য্যন্ত শৈত্য সংস্পৰ্শ, অথবা অশ্রথলীর ( Lachrymal sac) পূয়েtৎপত্তির পরবর্তী হইয়া, চতুস্পার্শ্ববর্তী স্থান সকল হইতে দূরবিস্তৃত হয়। এই সকল স্থলে অক্ষিপুট অরক্তিম, ও স্ফীত ঘনীভূত হয়; এবং প্রদাহিত চর্মের উপরিভাগে কতকগুলি ক্ষুদ্র ২ ভেসিকেল ব| বিম্ব প্রায়ই সমুৎপন্ন হইয় থাকে। পরে তাহার বিস্ফুটিত হইয়। তন্মধ্য দিয় মাস্তুক Gowon (Scro-purulent sluid) fifros হইয়। থাকে। রোগী ঐ স্থানে স্বম্প টনটনায়মান দাহ অনুভব করে; এবং অক্ষিকোটরের কৌষিক-ঝিল্লী তাক্রান্ত ন হইলে, আর কোন প্রকার গভীর যাতন অনুভব করে না। অধিকাংশ স্থলে প্রদাহ ক্রিয় সত্বর শান্তিপ্রাপ্ত হয়; সুতরাং তত্তৎস্থলে পীড়িত অংশ পুর্ব্ববৎ প্রকৃত অবস্থাপন্ন হয়। বিস্ত গুৰুত্বর স্থলে কোষিক ঝিল্লী বিগলিত হইয় খণ্ড২ বহির্গত হয়। ইছাতে প্রায়ই অক্ষিপুটের -পৈশিকযন্ত্র বিকৃত হইয় পড়ে, ও চর্মের কিয়দংশ বিনষ্ট হইয়া একৃটোপিয়ম (Betropium) রোগের উৎপত্তি হয়; অর্থাৎ অক্ষিপুট সম্মুখদিকে উলট:ইয়। তাইসে।