পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষত | డచీ পূর্ব্বক রোগীকে ন্যায়মত মার্করি ব্যবহার করান সৎ ব্যবস্থা। প্রাথমিক উপদংশজনিত হইলে, বিশেষতঃ রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্ব্বল থাকিলে, সচরাচর এইরূপ মাকরি ব্যবহার করা কোন মতেই পরামর্শ সিদ্ধ হয় না; এবং তত্তৎস্থলে গ্রন্থকর্তার মতে, উত্তম খাদ্য, সৎপথ্য, কড লিভার অইল, বিশুদ্ধ বায়ু সেবন এবং ব্যায়াম, মাকরি ব্যবহারপেক্ষ রোগেীপশম করিতে সমধিক উপকারক ও প্রয়োজনীয় হইয় থাকে। সে যাহtহউক যখন কোন প্রকার বিশেষ চিকিৎসার প্রয়োজন হইয় পড়ে, তখন হাইড্রৰ্জি কন্ন ক্রিট, সোড ও কুইনাইনের সহিত একত্র করিয়া সেবন করা, ও পরে উহার কার্য্যাদি সযত্বে অপেক্ষ কর যুক্তিসঙ্গত। ইহাতে যখন পূর্ব্ব ব্যবহৃত মাকরি শরীরে কার্যকর হইয়াছে বলিয়। দৃষ্ট কুইবে, তখন ভদ্ব্যবহার স্থগিত রাখিবে। মাকরি ব্যবহার করিতে হইলে মাকরির বাস্পগ্রহণ ( ভাপর' ) কর। অনেক বিষয়ে আদরণীয় হইয় থাকে। কিন্তু এই বাষ্পগ্রহণে কখনই সর্ব্বশরীর ক্লান্ত হয় এবং ক্রমশঃ চর্মেরক্রিয়াধিক্য হইতে থাকে; সুতরাং রোগী পূর্ব্বে ক্ষীণ ও দুর্ব্বল হইয়। পড়িলে, এইরূপ বাস্প গ্রহণ করা কখনই যুক্তি যুক্ত বোধ হয় না। এইরূপ অবস্থায় যতদিন পর্য্যন্ত ক্ষত সুস্থ অবস্থ৷ ধারণ না করে, ততদিন পর্যন্ত মার্কার ঘটিত মলম রোগীর বাহুযুলে• এবং উৰুদেশে প্রতি সন্ধ্যা দুইবার করিয়া মর্দ্দন করিতে হয়। ক্ষত স্থানের এই সুস্থাবস্থ, সচরাচর শরীরে মার্করি কার্যকর হইবার পূর্ব্বেই দৃষ্ট হইয়া থাকে। ক্ষতস্থানে প্রদানের নিমিত্ত যে সকল স্থানীয় প্রলেপনৌষধ ব্যবহার করা হইয়া থাকে, বোধ হয় তন্মধ্যে ৫ গ্রেণ কার্বলিক য়্যাসিড়ে ১ ঔৎস গ্লিসিরীণ একত্র লোশন প্রস্তুত করিয়া প্রদাম করা, অপেক্ষাকৃত উত্তম ঔষধ। কখনং ব্যাকওয়াশ ব্যবহার করা উত্তম বোধ হইয়া থাকে; অথবা ১০ গ্রেণ সলফেট অৱ কপার ও ১ ঔন্স সিম্পল অয়েস্টমেন্ট একত্র করিয়া প্রদান করাও কথনং অতিশয় প্রয়োজনীয় হইয় উঠে। সুবিধ হইলে বায়ু ও স্থান পরিবর্তন করা সর্ব্বদ। বিধেয় হইয় থাকে; কারণ রোগী সর্ব্বদা, বিশেষতঃ এই চিত্তবৈকল্যের কারণ বিজ্ঞ জু হুইল, স্নায়ু-প্রধান অবস্থায় ও মগ্নয়মান চিত্তে কালযাপন করিতে থাকে; সুতরাং স্থান ও কার্য্যাদি পরিবর্তন দ্বারা নানাবিধ পদার্থে চিত্তাকর্ষণ ভিন্ন, তাহীকে পীড়া বিষয়ক গঢ় চিন্ত হইতে প্রভিনিৰুত্ত করিবার আর কোন উপান্তর নাই। উপদংশ রোগাক্রান্ত জনক জননী সম্ভত একমাস ব| তদনধিককালবয়স্ক সন্তানের, কখন২ তাহদের স্থঙ্কণী, আঁক্ষিপুট ও গুহদেশে পঃষ্টিউলার răzterzi ( Pustular irruption ) si উদ্ভেদক পূয়বটা দ্বার সংপীড়ি ভু হইয় থাকে। এই ব্রণ সবল বিদীর্ণ হওতঃ কচ্ছ বৎ আকার ধারণ করে,