অর্বুদ | 'e(t রোগের প্রধান লক্ষণ বলিয়া গণ্য হইয়া থাকে। এই সকল কোষ বিস্তৃত পাতল ও শলকবৎ; এবং তাহীদের মধ্যে অনেক নিউক্লিয়ন্ত্র থাকে উইদের আকার প্রণয়ইৱত্ত বা বৃত্তাভাসের ন্যায়; এবং উহাদের বাস্থ্যসীম! বিশৃস্থল অর্থাৎ কোন স্থান সরল, কোন স্থান কোণবৎ, অথবা কোন স্থান হইতে প্রবৰ্দ্ধন সকল নির্গত হইয়াছে। যtহণহউক পীড়ার প্রথমাবস্থাতেই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এই সকল কোষকে দেখা যাইতে পারে”। এইরূপ স্থলে প্রকৃত রোগ নির্ণয় করা যে অতিশয় প্রয়োজনীয়, তদুল্লেখ করা অতু্যক্তির বিষয় নহে। বাস্তবিক এইরূপ ঘটনা দ্বারা সচরাচর রোগীর জীবনাবশন হইয় থাকে শরীরের কোন সুগমস্থলে উৎপন্ন হইলে, পীড়ার প্রথমাবস্থায়, লসীকা-গ্রন্থি সকল (Lymphatic glands) পীড়িত হইবার পূর্ব্বেই, যদি ছুরিকা দ্বারা উক্ত অর্ব্ব দকে উৎপাটিত করা যায়, তবে উহা সম্পর্ণরূপে উপশমিত হইতে পারে। এই ইপিথিলীওম। রোগ (Epithelioma), ঔপদাংশিক, লিউপেইড় (Lupoid) বা রোডেন্ট (Rodent) ক্ষত বলিয়া ভ্রম হইতে পারে। ইহার প্রথম দুইটা ক্ষত ঔষধ দ্বারা চিকিৎসিত হইতে পারে; কিন্তু যক্রপ ইপিঘিলীয়্যাল ক্যানসার রোগে সমুদায় পীডি়েত নিৰ্মাণ নিষ্কাশিত না করিলে রোগোপশম ছয় না, তদ্রুপ এই শেষোক্ত রোডেণ্ট ক্ষত রোগেও পীড়িত নিৰ্মাণ বহিষ্কৃত মা করিলে, রোগোপশমিত হয় না। সে যাহাহউক, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ইপিখিলীয়ম রোগের উপাদান সকল পরীক্ষা করিলে, উহাকে অন্যান্য ক্ষত রোগ হইতে বিভিন্ন বলিয়। বোধ হইতে পারে। কতিপয় বৎসর বিগত হইল, ত্রিহুত দেশস্থ মৃত রেভারেন্ট এ. এস মহাত্মণ, উtছর বাম চক্ষুর নদtণtশ্বস্থ অপাঙ্গদেশের চর্মেপরি মটরের ন্যায় একটী ক্ষুদ্র উপমাংস তুল্য পদার্থের উদ্বদ্ধনেপশমার্থে ডাক্তার ম্যাকন।মীর সাহেবের নিকট পরামর্শ জিজ্ঞাসা করিয়াছিলেন। এই উদ্বদ্ধনের উপরিভাগ ক্ষত হুইয়া গিয়াছিল, এবং সেই ক্ষতের তলদেশে মিলেট বীজের ন্যায় অনেকগুলি মাংসপিণ্ড ইতস্ততঃ বিস্তীর্ণ ছিল। মিষ্টার এস বলিয়ছিলেন যে, ভিনি তৎসময়ে ক্রমাগত আঠার মাস পর্যন্ত ইহা দ্ব"রা কষ্ট পাইয়ণ আসিতেছেন; কিন্তু তথাপিও উহা কোনমতে আরোগ্য হয় না। এরূপ শ্রত হওয়া গিয়াছিল যে, তfহার পিতা মুখমণ্ডলে ককট রোগাক্রান্ত হুইয়। কল-কবলিত হইয়াছিলেন। আমি উক্ত ক্ষত স্থানের উপরি ভাগ ছইতে কিয়দংশ ঝিল্লী চাচিয়, পরে অণুবীক্ষণযন্ত্র দ্বার। দেখিলাম, তথায় কর্কট রোগের সমুদায় লক্ষণ স্পষ্ট বিদ্যমূtল আছে; সুতরাং তৎক্ষণাৎ উহ! বহিষ্কৃত করিলাম, উহার চতুঃপাশ্ববর্তী কিয়দংশ সুস্থ চর্ম্ম ও তলবর্তী Ophthalmic Review, vol. i. p. 270. Cases from Arlt's Clinic, 西
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।