পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ zbr অক্ষিপুটের রোগবিলি বিষ্ট থাকে, এবং উহাতে কথনং কতকগুলি লোমও উৎপন্ন হয়। অন্যান্য প্রকার থলিমধ্যস্থ অর্ব্বদের ন্যায় উহার রোগীকে কোন প্রকার কষ্ট বা অসুবিধ প্রদান করে মা; কেবল উছার প্রকাণ্ড আকণর প্রযুক্ত এই অবস্থানে কিঞ্চিৎ কষ্টকর হয়। ' এইরূপ টিউমার অস্ত্র করিতে হইলে, বাহ হইতে অন্তরদিকে বা অর্বিকিউল্যারিস পেশীর স্বত্রচয়ের সমন্তরীনুযায়ী অস্ত্র নিমজ্জিত করিতে হয়; কারণ এই দৰ্শ্বিড c1{for ( Morbid growth ) Ti zfogf(gTțąậR সচরাচর উক্ত পেশীর নিম্নভাগেই অবস্থান করে। অস্ত্র প্রক্রিয়ার সময় থলী বিদারিত না করিয়া, একেবারে সমুদায় থলীর সহিত উহাকে নিষ্কাশিত করিলে, অস্ত্র প্রক্রিয়ার অনেক সুবিধা হয়। অণু দটী বহিষ্কৃত হইলে, তৎস্থান হইতে যতক্ষণ পর্য্যন্ত রক্ত শ্রণব রুদ্ধ না হয, ততক্ষণ পর্য্যন্ত সেইস্থান বাহ-বায়ুতে অনাৰ্বত রাখা উচিত। তৎপরে উচ্চার প্রান্ত স্নচfর দ্বীর একত্র করিয়া কলোডিয়ন সংলিপ্ত করা উচিত। পরিশেলে প্যাড় এবং ব্যাঞ্চেজ দ্বারা সমাবদ্ধ করিয়া, কিয়ৎ দিন উক্ত স্থানকে বিশ্রান্ত রাখা উচিত। এইরূপ করিলে, ক্ষত স্থান প্রথম অভিপ্রায় ( First intention ) দ্বার স্বয়ং তারোগ্য হইয়া যায়, এবং আরোগ্য হইলে, তথায় কেবল একটা চিত্ন মাত্র অবশিষ্ট থাকিয়া অস্ত্র-নিমজ্জন-স্থান নির্দেশ করে। মিবোমিয়ান সিষ্ট, কলাজিয়ন, অথবা টিউমার টার্সাই ( Meibomian cyst, chalazion or tumour tarsi ) | এই সকল টিউমার মিবোমিয়ান গ্রন্থিচয়ের ফলিকল সকলে উৎপন্ন হয়; সুতরাং উহার পুটোপস্থির পদার্থ ১১ শ, প্রতিকৃতি। দ্বারা জড়িত থাকে। উছার আকারে পরিবর্তিত হইতে থাকিলে, অক্ষিপুটচর্মের নিম্নে যাতনা বির হত স্ফীতি অনুভব হইতে থাকে। একটা অৰ্দ্ধ কলাই হইতে একটা ঘোড়ামটর পর্যন্ত উছাদের আকুণর নানাবিধ হইয়া থাকে; উহার। দেখিতে বিশ্রী; এবং উহাদের দ্বারা অক্ষিপুট কষ্টজনক কঠোর অবস্থা ব্যতীত অন্য কোন প্রকার বিপদজনক অবস্থা প্রাপ্ত হয় না। যে অক্ষিপুটে এই সকল অর্বুদ উৎপন্ন হয়, t তাহ! উল্টাইয়। দেখিলে পীতাভ-শ্বেতবর্ণ মণ্ড-(After Mackenzie,) ল,ীকণর উন্নত স্থান দ্বার। উহার অবস্থান সুস্পষ্ট অনুভূত হয়। ( ১১ শ, প্রতিকৃতি দেখ )!