পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্ব্ব দ। Ses এই সকল অর্বুদ কখনং প্রদাহিত হইয়া, তন্মধ্যে পুয়োৎপত্তি হয়; কিন্তু তাহার কোন প্রকার কারণ সহজে অবগত হওয়া যায না ."স্ফেণটকান্তর্গত পদার্থ সকল নির্গত হইলে, তৎস্থান প্রকৃতাবস্থা প্রাপ্ত হয়। কিন্তু অধিকাংশস্থলে অক্ষিপুট উলটাইয়। কনজংটাইভার ভিতর দিয়া যশহুগতে টিউমার বিলক্ষণ কর্ত্তিত হয়, এইরূপ অগড়াআড়ি অস্ত্র করা বিধেয়। পরে একখানি ক্ষুদ্র স্পীচুলী বা কিউরেট দ্বারা তদার্ভস্থ সমুদায় বস্তু চলচিয়া বাহির করা উপযুক্ত হইয় থাবে। অস্ত্র করিবার অব্যবহিত পরেই অস্ত্রণমণতিত স্থানে রক্ত আসিয়া পরিপুর্ণ হয়, এবং ভদ্বার টিউনারের আকার কোন প্রকার হ্রস্ব হইল বলিয়া বোধ হয় না; কিন্তু কিছুদিন পরে রক্ত পুনরাশেষিত হয় এবং টিউমারের সমৃদণয় চিন্তু বিনষ্ট হইরা ঘর। এই রূপ স্থলে কোনবিধ অনন্তরিক চিকিৎসার প্রয়োজন হয় না _চক্ষু প্যাড় ও ব্যাণ্ডেভু দ্বীরা মুদ্রিত রাখিয়া, ২৪ ঘন্টাপর্য্যন্ত অক্ষিপুটে শীতল জলের পট সংলগ্ন রাখা বিধেয়; নতুবা কর্ণিয়া, কনজ টাইভার উচ্চবিচ উপরিভাগ দ্বার ঘর্ষিত হইয়া, রোগীকে সম্যক বিরক্তি ও কষ্ট প্রদান করে। অপরন্তু এই সময়ে রোগীর শারীরিক সুস্থতার উপর দৃষ্ট রাখা সর্ব্বতেভাবে বিধেয়। উহাকে ট্রনিক্স্ বা বলকারক ঔষধ সেবন করাইয়া, উহার শারীরিক ধাতু বৰ্দ্ধন করা উচিত। যদি রোগীর শারীরিক স্বাস্থ্য সাধারণতঃ মনুষ্য শরীরে যতদূর থাকা আবশ্যক তাহ হইতে স্থান হয়, তবে এই সকল টিউমার সত্বর নিম্নোৰ্দ্ধ উভয়াক্ষিপুটে পর্য্যায়ক্রমে পুনঃ পুন: উদিত হইয়। থাকে। ច្ច xpggae, ei fţă Tăier–(Calcereous Concretions ) মিবোমিয়ান গ্রন্থিচয়ের প্রণালী সমূহে কখনই উৎপন্ন হইয়া, অক্ষিপুটের চর্ম্ম-নিম্নে ক্ষুদ্রং গ্রন্থিক রেখাবৎ অনুভূত হয়। অক্ষিপুট উল্টাইলে, কনৃজং টাইভার নীচে প্রণালীগত এই সংযত পদার্থ সচরাচর দেখিতে পাওয়া যায়। এই সকল কঙ্করবৎ পদার্থ কলিয়াতে ঘর্ষিত হইলে, বিলক্ষণ কষ্ট প্রদান করে, এবং ইহাতে কনজং টাইভার হাইপারনিয়া বা বুক্তাধিক্য রোগ জন্মে। এবম্বিধ হাইপারমিয়া রোগ উক্ত কঙ্করবৎ বাস্থ পদার্থের বহিষ্ককরণ ব্যতিরেকে কথন উপশম করিতে পারা যায় না। এই সকল স্থলে চিকিৎসা করিবার প্রণালী এই যে, অক্ষিপুট উলটাইয়া প্রণালী (Duct) বিদীর্ণ করত:, ভষ্মধ্যস্থ চুর্ণ কঙ্করবৎ পদার্থ সকল স্প্যাচুল বা তদ্রুপ অন্য কোন অস্ত্র দ্বার চাঁচির লইতে হয়. এই সকল চুর্ণ কঙ্করবৎ পদার্থের পুনৰুৎপন্ন হুইবার বিলক্ষণ সম্ভাবন। আছে; বিশেষতঃ যে প্রদেশের পানীয় জলে অধিক লাবণিক চূর্ণাংশ্ন থাকে, তথায় উহ! প্রায়ই পুনৰুৎপন্ন হুইয়া থাকে।