পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ e অক্ষিপুটের রোগাবলি। Ffệtgifni (Fibroma) | আমরা সময়ে২ অক্ষিপুটে যে ফইক্রোম দেখিতে পাই, তাহ মৃদুৱদ্ধিশীল ও একটী ক্ষুদ্র অস্থার্ক,দ সদৃশ মাত্র। ইহাতে কখনই অসহ্য যাতন প্রদান করিয়া থাকে। ਹੋਵੇ, এইরূপ উদ্ধৰ্বনকে যত অম্পদিনের মধ্যে নিষ্কাশিত করিতে পারা যায় তদ্বিষয়ে যত্ন করা সর্ব্বতোভাবে বিধেয়। নিভাই (Nevi) 1——অক্ষিপুটে যে নিভস্ উৎপন্ন হয়, তাহার তাকেণর অভ্যন্ত ক্ষুদ্র। উহা প্রায়ই রোগীর অণজন্মসহানুবর্তী (Congenital) রোগ। সাধারণত, যদিও ইহা প্রথমে অর্বিকিউল্যারিজ পেশীর নিম্নে অবস্থান করে বটে, কিন্তু তথtয় উহার অবরক পৈশিক সূত্রসকল ক্রমশঃ অবস্থত হওয়ায়, উছকে একটী ক্ষুদ্র প্রতিচাপসহ কোমল, চর্ম্মনিম্নস্থ টিউমার বলিয়া বোধ হয়। ধমনী এবং শিরা সম্বন্ধীয় উপদানের গুৰুত্বানুসারে উহার বর্ণেরও তারতম্য ঘটিয়া থাকে। শিরা সম্বন্ধীয় উপাদানের আধিক্য হইলে, উহার বর্ণ নীলাভ হইয়া যায়। নিভসের উপরিভাগে স্বম্প চাপ দিলে তখসময়ে তন্মধ্যস্থ রক্ত চতুর্দিকে সরিয়া যায়; কিন্তু যখন এই চাপ দেওয়া স্থগিত রাখা যায়, তখন আবার এই স্পঞ্জ সদৃশ ভূপ পুনঃপূরিত ও পুনঃ স্ফীত হইয় উঠে। ক্রন্দন ব। কশাকর্ষণ সময়ে শরীরে যাদ্ধপ চাড় লাগে, তদ্রুপ চাড় লাগিলেও এই নিভস স্ক্রীত ও রক্ত পুর্ণ হইতে পারে। চিকিৎসা 1—যে রক্তবহু-নাড়ীজাল দ্বারা নিভস্থ উৎপন্ন হয়, তাহার সমূলোৎপাটন করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তার সাধ্যায়ত্ত হইলে, নিভসের আবরক চর্ম যাহাতে ঐ সময়ে বিনাশিত হইয়া না যায়, তদ্বিধীন করা সর্ব্বতোভাবে বিধেয়। যদি উহ। রক্ষণ করিতে কোনরূপ প্রতিবিধান করা না যায়, তবে একটা সিকেট্রিক্স (Cicatrix) বা ক্ষভব লঙ্ক উৎপাদিত ও সঙ্কচিত হওতঃ, আক্ষিপুটকে উলটাইয়। রাখিতে পারে। সচরাচর ক্ষুদ্র২ নিভস্কে বিদ্ধ করিয়া, এবং একটি কাচের কলম নাইটিক্‌ য়াসিডে মগ্ন করিয়া, তৎপরে উক্ত বিদ্ধ স্থানে প্রবেশিত করিলে, উছ উপশমিত হইয় যায়। ডাক্তার ম্যাকনামার সাহেব দুইটা কিম্ব তিন টী রেসমের পেঁজা স্বত্র পীরক্লোরাইড অব আইরণে সিক্ত ও উক্ত টিউমীরের আধারদেশে চালিত করিয়া, তথায় এক কিম্বা দুই দিবস পর্যন্ত ন্যস্ত রাখেন। বাস্তবিক যতদিন পর্য্যন্ত উছাতে কিঞ্চিৎ প্রদাহোৎপত্তি মণ হয়, ততদিন পর্য্যন্ত উহাদিগকে বহিস্কৃত করা_বৈধ নহে। সচরাচর এই প্রদাহ ক্রিয়াতেই নিভস নির্মাপক রক্তবহা-নাড়ী সকল বিলক্ষণ বিনা }শত হইয়! থাকে। নিভস কিঞ্চিৎ বৃহদাকারের হইলে, ট্যানিক য়্যাসিডের পর্যাপ্ত-বীর্য্য