পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YY 8 অক্ষিপুটের রোগবিলি। যে, উপদংশ রোগ নানাবিধ আকারে স্বায়ুকো সকল এবং মস্তিষ্ক পর্যন্ত পীড়িত করতঃ, অসংখ্য রোগের উৎপত্তি করিয়া থাকে। অণর ইহণও বিম্মত হওয়া উচিত নহে যে, এইরূপ পুটপওন রোগ টিউমার, সসীম এপোপ্লেক্সি ( Anoplexy) এবং তদ্রুপ যে সকল দুরবগম্য পীড়ায় স্বায়ুর আকর প"ড়িত হইতে পারে, সে সকল কারণেও উৎপন্ন হুইয়া থাকে। কোন২ স্থলে, বোপ হয় শৈত্য সংস্পর্শে লিভেটর প্যালপিব্রি পেশীর পক্ষণঘাত সহস উৎপন্ন হয়। যে দিবস রোগী এই রোগাক্রান্ত হয়, বোপ হয় তাহণর পূর্ব দিবসে সে শীতল বায়ু সেবন অথবা কোন অণন্দ্র শয্যায় শয়ন করিয়া থাকে; এবং পরদিবস প্রাতঃকালে শষ্য হুইতে উঠিয়া দেখে যে, সে তাহার একটী অথবা উভয় অক্ষিপুট উন্নীলিত করিতে পারিতেছে না। এইরূপ অনেকানেক স্থল সত্বর উপশমিত হুইয়া যায়; কিন্তু কেশন২ স্থলে দর্শনস্নায়ু ক্রমশঃ হ্রাস হইতে থণক্ষে। অপিচ ইহাও অধিক সম্ভৰ বলিয়া বোধ হয় যে, যদিও এই রোগ শ্লেষ্ম অথবা বগত রোগ কণরণে উৎপন্ন হয়, তথাপি উহা অনেক দিবস পর্য্যন্ত প্রবল থাকে; এবং কোন২ ক্ষুদ্রতর রক্তবহণ নাড়ীর এম্বোলিজম (Embolism) বা সমবরোধন, অথবা স্বায়ুর ঠিক কৈন্দ্রিক মেৰুদণ্ড স্থলে মেদপরিবর্তন, অথবা স্বায়ুর আকরের উপর সম্পূর্ণ নির্ভর করে। t মেলেরিয়৷ জনিত হইলে, এই পীড়ার প্রথমাবস্থায় ঔষধ ব্যবস্থা করিতে অবহেল। করা কোন মতেই বৈধ হয় না। এই ঔষধ ব্যবস্থা করিয়া, রোগীর মেলেরিয়া সম্পৰ্কীয় ধাতু আক্রমণ করতঃ, আমরা স্থানিক পীড়ার অধিকতর প্রকেণপ বৃদ্ধি নিবারণ করিতে পারি। এই অভিপ্রায় সাধনের নিমি স্ত, তাইরণ এবং ট্রিক্‌নীনের সহিত আর্সেনিক, এবং সেই রোগ নিবারক অন্যান্য প্রভূত ঔষধের গুণ পরীক্ষা করা উচিত। কপোলদেশদ্বয়ে একটা বিন্ধন (Issue) অথবা পর্য্যায়ক্রমে বিষ্টর সংলগ্ন প্রভৃতি প্রত্যুত্তেজনা ( Counter irritation ) দ্বারা এবং তৎসঙ্গে২ পুষ্টিবহ-প্রণালীর (Alimentary canal) অবস্থা এবং তাহার স্রবণ কার্যের বিষয় বিশেষ অনুধাবন করতঃ, অবস্থা বুলিয়, নার্ভ ইন টনিক্স ও তাইওডাইড অৱ পেট্যাসিয়ম্ প্রভৃতি ঔষধ ব্যবস্থা বরিয৷ রোগোপশম কর। বৈধ। ভাং জে রসেল রেণল ড সাহেব বলেন যে, শৈত্য সংস্পৰ্শজ পক্ষাঘাত অর্থাৎ যণহু বাহ্যিক করণোৎপন্ন এবং যাহতে পেশীদিগের ক্রিয়ার ব্যাঘাত জন্মে, তপস্থণতে বিচ্ছিন্ন তড়িত-প্রবাহ-সঞ্চালন (Interrupted battery current) of start of fost পেশীদিগের যান্ত্রিক কণর্যাদি। প্রত,ণবর্জন করে না। এই ব্যাটারি করেন্ট যন্ত্রের পজেটিভ পোল (Positive pole) Fi=ītēzwrot szs atsifög coit=ī (Negative pole) sifopপুটোপরি সমানয়ন করিতে হয়। উহ। চীন-শক্তি অর্থাৎ দশ সেল্স,