পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিপুটের রোগীবলি। לצ'כ' করিতে ন পারায়, সাংসারিক ও প্রীত্যহিক সকল কর্ম্মেই অকর্ম্মণ্য হইয় পড়ে। কারণ —সচরাচর সেন্সেটিভ অর্থাৎ চৈতন্যদক্ষণযু হইতে মোটর অর্থাৎ গতিদ স্নায়ু পর্য্যন্ত উত্তেজন প্রতিফলিত হইয়া, এই রেফরম্পাজম রোগ জন্মে। এমৃ ওয়েকীর সাহেব পীড়ার উৎপত্তি অনুসারে এই রোগকে তিন শ্রেণীতে বিভক্ত করেন। ১ মতঃ—আঘাত জনিত; ২ য়তঃ—কর্ণিয়। বা কনজংটাইভার পীড়া নিবন্ধন; ৩ য়তঃ,—ফেসিয়্যাল স্নায়ুর শাখা সমূহ আক্রামক কোন রোগ সন্তু ত। প্রথমোক্ত শ্রেণীতে, কণিয়া কিম্ব কনজংটাইভার উপরিভাগে কেশন বাহ পদার্থ বিদ্যমান থাকিয়া, পঞ্চম-স্নায়ুর শাখা সমূহকে উত্তেজিত করে। এই উত্তেজনা সপ্তম বা গতিদ স্নায়ুর মধ্য দিয়া যে সকল পেশী দ্বার। এই স্নায়ু প্রতিপোষিত হয়, ভশহতে প্রতিফলিত হওতঃ, আক্ষিপুটের সহসমুদ্রণ রোগ আনয়ন করে। প্রথমতঃ এই স্পন্দন বিচ্ছিন্নভাবে এবং কেবল অর্বিকিউল্যারিজ পেশীতেই আগমন করে; তৎপরেই উহ। তানবরতঃ অবিশ্রান্তভাবে মুখমণ্ডলের প্রণয় সমুদায় পেশীতে বিস্তৃত হইয় অভু্যদিত হইতে পারে, বিশেষতঃ বলপূর্ব্বক অক্ষিপুট উন্মীলিত করিবার চেষ্টাতে এই ঘটনা অনুভূত হইয়া থাকে। প্রথমতঃ এক চক্ষু পীড়িত হইতে পারে; কিন্তু পরিশেষে উভয় চক্ষুই পীড়িত হুইয়া পড়ে। দ্বিতীয় শ্রেণীতে, কণিয়ায় কোন ক্ষত উৎপন্ন হইয়া, তথবা প:ষ্টিউলার কনজংটিভাইটিস রোগজ উত্তেজনা দ্বারা, এই পুটমুদ্রণ রোগ উৎপন্ন হইতে পারে। এইরূপ রোগের কারণ সকল অপনীত হইলেও উছ স্থায়ী থাকিতে পারে। प्लेarī sportrifugl (Strumous ophthalmia) নামক রোগে অক্ষিপুটের যে মুদ্রণ রোগ উল্লিখিত হয়, তাহ। আমরা এই শ্রেণীভুক্ত করিলাম। মুখমণ্ডলের নিউরালজিক টিক্‌ (Neuralgic tie ) অর্থাৎ শিরাশূল যাতন। তৃতীয় শ্রেণীভুক্ত। ইহাতে পঞ্চম-মায়ুর, বিশেষতঃ তাহীর সুপ্র} তাৰিট্যাল শাখার পীড়িত অবস্থা সপ্তম স্বায়ুযুগে প্রতিফলিত হইয়া, অৰ্বিকিউল্যারিজ পেশীর মুদ্রণদশ উপনীত করে। মেলেরিয়া, বাত, শৈত্যসংস্পর্শ, মস্তিষ্কে অস্থিময় উদ্বন্ধন প্রযুক্ত স্নায়ুর উত্তেজনা ও দূষিত পরিপাকশক্তি প্রভৃতি সাধারণ কারণে এই রেফারস্প্যাজম রোগ জন্মিয় থাকে। চিকিৎসী –রোগের প্রকৃতি দেখিয়া চিকিৎসার প্রভেদ হইয়। থাকে। চক্ষুতে কোন বাহ পদার্থ পতিত হইয়া পুটমুদ্রণ উপস্থিত হইলে, উক্ত আঘাতদ পদার্থকে সত্বর বহির্গত করা বিধেয়। এইরূপে কনজংটাইভার পীড়। কারণে উৎপন্ন হইলে, অগ্রে সেই রোগ আরোগ্য করিবার