পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン、c অক্ষিপুটের রোগবিলি। অক্ষিপুট এবং পক্ষের অবস্থান-বৈপরীত্য (Malposition ) | এণ্টে,পিয়ম্। ——( Entropium )>|?;</ অক্ষিপুট প্রান্তভা গের চক্ষুরভিমুখীন বিপর্য্যাস কখন আংশিক, কথন বা সম্পূর্ণ হইতে পারে। সুবিধার নিমিত্ত এই রোগকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায় – স্প্যাজমোটিক অর্থাৎ পুনঃ২ মুদ্রণজনিত এবং পর্মেনেণ্ট, বা স্থায়ী। প্রথমোক্ত শ্রেণী শিথিল ও লেল চর্ম্ম বিশিষ্ট বৃদ্ধ মনুষ্য ব্যতিরেকে অপর কোন ব্যক্তিতে অতি কদাচিৎ দুষ্ট হয়। নিষ্কাশন করিলার, ব। তদ্রুপ অন্য কোন অস্ত্র প্রক্রিয়ীর পরে, চক্ষুতে যেরূপ সর্বদ। কম্প্রেস বা ব্যাণ্ডেজ বন্ধন করিতে হয়, তদ্রুপ বন্ধন হইতে এইরূপ রোগ কথন২ উদ্ভূত হইতে দেখা গিয়া থাকে। যেস্থলে অক্ষিপুটের পুনঃ২ মুদ্রণ প্রযুক্ত এণ্টোপিয়ম রোগ জন্মে, তাহাতে নিম্ন ক্ষিপুটই সচরণ গ্র পীড়িত হইয়া থাকে। এই অক্ষিপুটের সিলিয়ারি বা পক্ষমযুক্ত প্রান্তভণগ স্বয়ং ত্যন্তর্দিকে বক্র হইয। তৎসঙ্গে ২ সিলিয়া বা পক্ষ-সমটিকেও লইয়া যায়। এমত কি, অক্ষিপুটের চর্ম্ম টানিয়া স্বাভাবিক অবস্থানে ন ত্যানিলে, উহাদিগকে তণর দেখিতে পাওয়া যায় ন। যাহাঁহউক তক্ষিপুটের প্রান্তভাগ' ত বিকিউল্যারিজ পেশীর স্বত্র সমটির অযথা সঙ্কেণচন প্রযুক্ত, চক্ষুর অভ্যন্তরে পুনর্ব্বীর বঙ্কিম হইয়। পড়ে। এইরূপস্থলে বহিঃস্থ চর্ম্ম যে কেবল লেtল অবস্থাপন্ন হয় এমত নহে, তর্ব্বিকিউল্যারিজ পেশীর বহিঃস্থ স্বত্র সকলেরও শক্তির হ্রাস হুইয়। থাকে। অণর উহার যে সকল স্বত্র অক্ষিপুটের প্রান্তভাগে থাকে, তাহারা অস্বাভাবিক শক্তিতে বণর্য্য করতঃ পূর্ব্বোল্লিখিতরূপে পক্ষ গুলিকে বক্রভাবে চক্ষুর অন্তর্দ্দিকে লইয়। যায়। এইরূপে পক্ষ সবল মিয়ত কণিয়ার উপর সংস্পর্শিত হওয়ায়, তথtয় এত পরিমাণে উত্তেজন" উত্তেজিত করিতে পারে, যে কfর্ণয়ীর সৌত্রিক বিধান ক্রমশঃ সাংপ্রাপ্তিক পরিবর্তনে পরিবর্ত্তিত হইয়া, পরিশেষে রক্তবহুণ-নাড়ী সমাবেশনজনিত অস্বচ্ছতায় পরাভূত হয়; অথবা তথtয় সাংঘাতিক ক্ষত উৎপন্ন করে। চিকিৎসা | চক্ষু হইতে মন্থ বা শুক্র (Cataract ছাfন ) নিষ্কাশনের পর অক্ষিপুটে যে ব্যাণ্ডেজ বন্ধন করিতে হয়, তাহীর প্রতিচণপ প্রভৃতি কোন প্রকার মেক্যানিক্যাল (Mechanical) কারণ হইতে এই এনট্রোপিয়ম্ রোগ উৎপন্ন হইলে, অগ্রে সেই কারণ দূরীকরণ করাই কর্ত্তব্য। তাহ হইল কিছু দিনের মধ্যেই তর্ব্বিকিউল্যারিজ পেশী স্বকীয় ঘান্ত্রিক কার্য্য পুনঃ প্রাপ্ত হইবে; এবং অক্ষিপুটও প্রকৃত অবস্থাপন্ন হইবে। অক্ষিপুট টানিয়া উহার বহিঃস্থ চর্ম্মোপরি এক স্তর কলোডিয়ন অথবা এক