পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 অক্ষিপুটের রোগবিলি শুষ্ক ক্ষত কলঙ্কিত ন হইবে, ততদিন পর্যন্ত উছার দুই পুট প্রান্ত অসংলগ্নভাবে রাথিয় দিলে, উহার অণর সংযুক্ত হইতে পারে না, এবং পরিশেষে অক্ষিপুটদ্বয়ের অন্তরাল (Palpibral fissure) বৃহত্তর হুইয়া পড়ে। তৎপরে,—বহিরপাঙ্গদেশস্থ অক্ষিপুটের সংযোগ স্থানকে বিভাজিত করিয়া, উৰ্দ্ধস্থ ক্ষ ত প্রান্ত ললাটদেশের এক ভণজ চর্ম্মে, এবং নিম্নবর্ত্তী ক্ষত প্রান্ত গণ্ডদেশের এক ভাজ চর্ম্মে আবদ্ধ ১৩ শ, প্রতিকৃতি করিয়৷ উত্তমরূপে টানিয়া বন্ধন করিতে হয়। তাহা হইলে এই ক্ষত প্রান্ত শীৰ্ষকভাবে অবস্থিত থাকিয়, পরস্পর দুরবর্তী হওতঃ আর সংলগ্ন হইতে পারে না। এই বিষয় ১৩ শ, প্রতিরুতিতে সুস্পষ্ট পরিদর্শিত হইতেছে। এই প্রতিরূতিতে মুচণর সকল ক্ষত স্থানের প্রান্তভাগে অক্ষিপুট বিদ্ধ করিয়! পূর্ব্বেশল্লিখিতরূপে ললাট ও গণ্ডচর্ম্মে বন্ধন করা হইয়াছে; সুতরাং যত দিন এই সকল সুচার অবস্থিত থাকিবে, ততদিন পর্য্যন্ত যে ক্ষত প্রান্ত পরস্পর মিলিত হইতে পরিবে না, তদ্বিষয়ে কোন সন্দেহ জন্মিতে পারে না। চিকিৎসাকালে আমরা রোগীদিগকে কার্ধে এইরূপ চিকিৎসার বশীভুত হইতে দেখিতে পাই মা; কারণ ইহাতে তাহাদিগকে অতিশয় কষ্ট ও অসুবিধা সহ করিতে হয়; এবং যদিও এই চিকিৎসার অধীন হইলে, নিশ্চয়ই রোগ আরোগ্য হয়, তথাপি ঠিক এই অভিপ্রায় সাপনের নিমিত্ত অন্য কোন সহজ উপায় নিৰ্দ্ধারণ করা নিতান্ত অভিলষণীয়। য{হ। হউক আক্ষিপুটদ্বয়ের সংযোগ স্থলকে চিরিয়া, পরে প্রত্যেক প্রান্তের কনডংটইভ। ও বহিশচর্ম প্রান্ত কতকগুলি সুচণর দ্বার। মুখে২ একত্র করিয়া বন্ধন কতুিলেও, উক্ত অভিপ্রায় কিয়দংশে সাধিত হইতে পারে। পেজেনষ্ট্রেগর সাহেব বহিরপগঙ্গ স্থtীয় অক্ষিপুটের সংযোগ স্থানকে, বিভাজিত করিয়া, পরে এক ভাজ সমান্তর সমতল চর্ম্ম অবিকিউল্যারিজ পেশীর সহিত একখানি ফরসেপন্স দ্বারা ধৃত করতঃ, পরে সেই ভণজের তলদেশ মধ্য দিয়া, কতকগুলি লিগেচর সঞ্চালিত করিয়া থাকেন; এবং এই লিগেচর সকলকে উহার যে পথ দিয়া চর্ম্ম মধ্যে প্রবেশ করিয়ছে, তথায় পূয়োৎপাদন করিতে অবসর প্রদান করেন। তাছাতে শুষ্ক ক্ষত কলঙ্ক উৎপন্ন হইলে, অক্ষিপুটকে স্থায়ীভাবে উল্টাইয়। রাথিতে পারে। চর্ম্ম মধ্য দিয়া লিগেচর প্রবেশ করিবার সময়, নিড়ল -অস্ত্রের অগ্রভাগ পুটোপস্থির বহিঃস্থ উপরিভাগের অতি সন্নিকটে প্রবেশি ত করিয়', ঠিক লঙ্গি পুট প্রান্তভাগ দিয়। বহির্গত বরিয়া আনিতে