পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S86 অক্ষিপুটের রোগবিলি। শুষ্ক হইয়া না আইসে, ততদিন পর্য্যন্ত উছাদিগকে পরস্পর অন্তরিত করিয়া রাখিতে হয়। দুর্ভাগ্য ক্রমে এইরূপ অনেক স্থলে অক্ষিক ও পুটীয় উভয় কনজং টাইভ পরস্পর সংযুক্ত হইয়া দুরারোগ্য উপসর্গ উপস্থিত করে। কনজং টাইভার এই সংযোজনকে সিসুিফেরণ (Symblepharon) নামে অtখ্যাত করা যায়; এ হে তাহা কনজংটাইভার রোগসমূহ প্রকরণে বর্ণিত द्रेंझ i८छ्! * অক্ষিপুটের রসস্ফীতি (GEdema) —ননfধ রোগের অর্থাৎ যেমন, স্ফোটক, মুখমণ্ডলীয় চর্মের প্রদিহিক পীড়া, অথবা দূরবর্তী হৃদপিণ্ডের ও বৃক্কক অর্থাৎ কিডনীর পীড়। ই ভ্যাদি রোগের প্রবলভ। সহকারে কখন ২ তাক্ষিপুট রসস্ফীত হইয়া থাকে। কিন্তু নিম্ন লিখিত অবস্থায়, দরিদ্র। লোকদিগের এই স্ফীতি হইতে দেখা যায়। বোধ হয়, রোগী এরূপ বর্ণনা করিয়া থাকে যে, সে পূর্ব্ব দিবস রাত্রিতে নিদ্র। যাইবার পূর্ব্বে বিলক্ষণ সুস্থ এবং কোম অনাৱত স্থানে নিদ্রিত ছিল; প্রাতঃকালে অক্ষিপুটের কাঠিন্য ও স্ফীতি প্রযুক্ত চক্ষুৰুীলন করিতে ন পারীয়, বিপদাবহ বিস্ময়াপন্ন হয়। এই স্থানে কিঞ্চিং বেদন অনুভব হয় বটে, কিন্তু তাছ। সচরাচর স্থায়ী থাকে না। অক্ষিপুট রসস্ফীত, উজ্জল, স্ফীত ও অবিবর্ণীকৃত হয; উহাকে বলপূর্ব্বক উত্তেলিত করিয়া দেখিলে দেখা যায় যে, তাtfক্ষক কমৃজংটইভtও অত্যন্ত রসস্ফীত হইয়াছে। এই সকল অবস্থ। সচরাচর কেশন পতঙ্গের দশনদংশন, অথবা রোগীর মুখমণ্ডলে অনবরত সঞ্চালিত নৈশিক আৰ্দ্র বায়ু এতদুভয়ের একতর কারণ হইতে সমুদ্ভত হইয়া থাকে। সাধারণতঃ যদি কোন পতঙ্গের দংশন বিষ হইতে সমুদ্ভত হয়, তবে দশমাঙ্কিত স্থান সুস্পষ্ট অনুভূত, এবং উহার চতুস্পার্শ্ববর্তী স্ফীত স্থান সমধিক যন্ত্রণাদায়ক এবং প্রদাহিত হয়। অধিকন্তু সচরাচর উভয় চক্ষু এই রোগে আক্রান্ত হয় না; কিন্তু শীতল বায়ু সংস্পৰ্শজনিত হইলে, ঐ স্থানে কোন যন্ত্রণ অনুভূত হয় না, তবে অক্ষিপুটের সেলুলার টিসুর স্ফীতি ও বিতান প্রযুক্ত কেবল যৎকিঞ্চিৎ যাতন হইয় থাকে; এবং সচরাচর উভয় চ'কুই সমভাবে অী ক্রান্ত হয়। ইহাতে তাক্ষিপুটদ্বয় আরক্তিম ও প্রদাহিত হয় না। এই সব ল স্থলে কোনরূপ বিশেষ চিকিৎসার প্রয়েtঙ ন রাখে না। য়্যাসিটেট অব লেড্‌ সলিউশন দ্বীর উক্ত অংশ ধৌত করা বিধেয়; এবং তাহা হইলেই স্ফীতি সচরাচর সত্বর তাপনীত হইয়া যায়।, ইম্ফিসিম ব! বায়ুস্ফীতি (Emphyscma) |— sifpofrēz - রসস্ফীতির ন্যায় বায়ুম্ফীতি ও কোন দুরবর্তী অপায় বা পীড়া হইতে উৎপন্ন হইয় থাকে। যেমন ফুসফুসের (Lungs) তাপীয় সমূদ্ভূত সাধারণ