পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N 8 R অক্ষিপুটের রোগাবলি। ßfngifrifizafãs (Tinea Ciliaris) সচরাচর কনডংটভাইটিস রোগ নিরাময় করিতে অবহেলা করিলে, টিনিয়া সিলিয়েরিজু। রোগ উৎপন্ন হুইয়। থাকে .মিজলস (Measles) অর্থাৎ হাম জ্বরের পরেও উহা সচরাচর উৎপন্ন হয়। কিন্তু স্কুফুলা রোগাক্রান্ত জনকজননীসত্তত সন্তান সকলেরই এই রোগ হইতে প্রায় দেখা গিয়া থাকে। যাহু!হউক, এই সকল কারণ ব্যতীত অন্যান্য কারণেও এই রোগ আবিভূতি হইতে পারে a এবং দেখিলে বোধহয় যে, উক্ত অংশ কীটসমবিষ্ট হইয়। রছিয়াছে। কিন্তু যে কোন অবস্থায় রোগোৎপত্তি হউক না কেন, প্রথমবস্থায় রোগ শান্তির নিমিত্ত বিশেষ যত্ন না করিলে, উহা নাতি প্রবলভাবে नेौर्शकांव्न छूiईौ रुश! সুবিধার নির্মিত্ত এই টিনিয়া সিলিয়েরিজ রোগকে ছুই অবস্থায় বিভক্ত করিতে পারা যায়। প্রথম অবস্থায়, পক্ষাকুরে প্রবলরূপে পরিবর্জন সংঘটিত হইতে থাকে। দ্বিতীর অবস্থায় পক্ষম বিনষ্ট হুইয়া, অনাৰ্বত অক্ষিপুট প্রান্ত ঘন ও কঠিন হয়; এবং লিপিটিউডে (Lipitudo) অথব। ব্রিয়ার আই (Blear eye) নামক অবস্থা ধারণ করে। লক্ষণ —রোগী সর্ব্বদ। ক্ষীণচক্ষু বলিয় প্রকাশ করিয়া থাকে। উভয় চক্ষুই, বিশেষতঃ কর্মকার্য্যন্তে উহার কণ্ড,য়িত হইতে থকে; এবং প্রাতঃকালে অক্ষিপুট দ্বয পিচুটীদ্বারা সংযুক্ত হইয় রহে। এই সকল লক্ষণ অনেক দিন পর্য্যন্ত বর্তমান থাকিয়, রোগীকে অসুবিধা প্রদান করিতে পারে; কিন্তু এই রোগ এত গুৰুতর হয় না যে, তদ্বারা রোগীর কর্মকার্য্যাদির কোন বাধা জন্মে | পীড়ার প্রথমাবস্থায় কেশন রূপ প্রকৃত গুৰুতর যন্ত্রণ না থাকায়, বালকেরা তৎসময়ে এই রোগের বিন্দু বিসর্গও প্রকাশ করে না। - পীড়ীর প্রথমাবস্থায় টিনিয়া রোগাক্রান্ত ব্যক্তির অক্ষিপুটপরীক্ষা করিয়া দেখিলে বোধহয় যে, উক্ত পুটের অনাৰ্বত প্রান্তভাগের সর্ব্বত্র অথবা কোন এক স্থান ক্ষুদ্র কঠিন মামড়ীবৎ হইয়। রহিয়াছে। এই সকল শুষ্ক পিচুটীর নিম্নে অনাৱত অক্ষিপুট প্রান্তস্থ পক্ষামূলদেশে কতকগুলি ক্ষুদ্রং পক্টউল্‌ (Pustule) অর্থাৎ পূয়বটিও দৃষ্টিগোচর হইয় থাকে। চর্ম আৰুক্তিম ও প্রদাছিত হয়; এবং উক্ত ক্ষুদ্র২ পিম্পল সবল ক্রমশঃ পর্য্যায়ক্রমে উৎপন্ন ও বিদারিত হইয়। চর্মেপরি কেবল একটী ক্ষুদ্র মামড়ী মাত্র তাবশিষ্ট রাখে; এই মামড়ী সহজে অপনীত করিতে পারা যায় না। কনৃজংটtটভাও সতত কিয়ৎ পরিমাণে রক্ত পুর্ণ হুইয়া থাকে। এই সকল অবস্থা অল্প বা অধিক দিন পর্য্যন্ত স্থায়ী হইলে, সিবেসিয়স্ অর্থাৎ বনাগ্রন্থি ও মিবোমিয়ান গ্ল্যাণ্ড সকল উত্তেজনশীল, ও তথ।