পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টিনিয়া সিলিয়েরিজ। S83) ছইতে রস নিঃসরণের পরিমাণ বৃদ্ধি ও গুণের পরিবর্তন হয়; • এবং তন্নিমিত্তই নিদ্রাবস্থায় রোগীর অক্ষিপুটদ্বয় সংযুক্ত হইয় যায়। মীমড়ীর নিম্নস্থ চর্ম্ম পরিশেষে ক্ষতবিশিষ্ট ও স্ফীত হইয়া থাকে; এবং ঐ সকল মাংসোন্নতি আর অধিক দিন খোসার ন্যায় হইয় থাকে না; উহা ঘন ও কঠিন, এবং চক্ষু উত্তেজনশীল হইয় থাকে। রোগী ক্ষণকাল মাত্রও অধ্যয়ন বা কোন কার্য্যে চক্ষু লিপ্ত রাখিতে পারে না; রাখিলে, উহার চক্ষু অরক্তিম ও যন্ত্রণাদায়ক হইয় উঠে। অক্ষিপুট প্রান্তের স্ফীতি প্রযুক্ত পংটা অক্ষিগোলক হইতে দূরাপস্থত হইয় পড়ে; সুতরাং লেকস ল্যাক্রিম্যালিস (Lacus Lachrymalis) অর্থাৎ অশ্রুবহ হৃদে অশ্র অসিয়৷ সঞ্চিত হয়; এবং কেবল গণ্ডপার্শ্ব দিয়া প্রবাহিত হইতে থাকে এমত নহে, চক্ষুতেও সঞ্চিত থাকিয়, পুরাতন কনজংটিভাইটিস রোগ অনিয়ন করে। এই কন্‌জংটিভাইটিস রোগ আবার কণিয়ার উপরিভাগকে বন্ধ র করত, উহার ইপিখিলীয়ালৈ স্তর সকলে পরিবর্তন উপস্থিত করে। ইহাতে যদিও কণিয়া স্পষ্ট অস্বচ্ছ হয় না বটে, কিন্তু তদ্বারা কিয়ৎ পরিমাণে দৃষ্টির ব্যাঘাত জন্মে। এই রোগ দ্বিতীয় অবস্থীয় উপনীত হইলে, অক্ষিপুটপ্রান্তের দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রযুক্ত পক্ষ সমষ্টি বিনাশিত ও পুটপ্রান্ত বিবৰ্দ্ধিত হইতে থাকে। যাহাহউক, দুর্ভাগ্যক্রমে পক্ষ সকল সম্পূর্ণ বিনষ্ট হইয়া যায় না। সম্পূর্ণ বিনাশিত হইলে, ভদ্বারাও রোগীর কিঞ্চিৎ উপকণর বোধ হইত; কিন্তু উহারা সচরাচর অঙ্কুরবিশিষ্ট রাখিয়া চ্যুত হইয়া যায়; এবং তথ। হইতে অন্য পক্ষম বক্র ভাবে উত্থিত হয়। ইহীর মধ্যে আবীর কতকগুলি অক্ষিগোলকের অভিমুখে বক্র হইয়। টাইকিয়েসিস্ রোগোৎপত্তি করে। মামড়ীর নিম্নস্থ চর্ম্ম ক্ষত, ও ভষ্মধ্য হইতে অধিক রস নির্গত হওয়ায়, আরক্তিম ও বিবৃদ্ধিপ্রাপ্ত অক্ষিপুটের প্রান্তভাগে ঘন কণ্ড ত্বক (Crusts) সকল উৎপন্ন হয়। এই সময়ে মিবোমিয়ান গ্রন্থি সকল প্রদাহিত হয়; এবং পরিশেষে অনেকশনেক স্থলে তৎপ্রবাহিত প্রণালী সকল ৰুদ্ধ হইয়া, এই রোগকে দুরারোগ্য করিয়া তুলে। অক্ষিপুটদ্বয়ের প্রান্তভাগ ঘনীভূত হয়, এবং পংট। ঐরুপে উলটাইম ও প্রায় সর্ব্বদা মুদিত হইয়া যায়; সুতরাং অশ্রু নাসাপাঙ্গদেশে প্রৰহমান থাকে। করি। আবিল এবং রোগীর অবস্থা যতদূর মন্দ হইতে পারে, ততদূর মন্দ হুইয়। উঠে। এ দিকে আবার অক্ষিপুটের বিকৃতি প্রযুক্ত রোগী ত্রভংশ হইয়া থাকে। - চিকিৎসা—দুইটা প্রতিকূল অবস্থা প্রযুক্ত টিনিয়া টার্সাইমোগের চিকিৎসা অত্যন্ত জটিল হইয়া থাকে। ১ মতঃ, উহা সাধ