পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 88 . অক্ষিপুটের রোগলিলি। রণতঃ বালকদিগেরই হুইয়া থাকে; এবং বালকের স্বভাবতঃ চিকিৎসা বিষয়ে সম্পূর্ণ অসহিষ্ণু। ২য়তঃ এই সকল বালক প্রায়ই ৰুম জনকজননী সম্ভত। এ স্থলে ইহাও বলা উচিত যে, টিনিয়া রোগ তারোগ্য করিতে হইলে, সাধারণতঃ তাগ্রে শারীরিক দে\বৰ্বল্য নিবণরণ করা উচিত। উন্থ উপদংশ অথবা স্কুফুল! রেগজ ধাতু, অথবা শারীরিক সাধারণ যে কোন দৌর্ব্বল্য প্রযুক্ত উৎপন্ন হউক না কেন, অগ্রে সেই সকল রোগের চিকিৎসা করা বিধেয়। . এই সকল চিকিৎসার সঙ্গেই, বিশুদ্ধ বায়ুসেবন, উত্তম আtহার এবং সর্ব্বদা পরিষ্কারপরিচ্ছন্নভাবে অবস্থান উপকারজনক হইয়া থাকে। ঔষধের মধ্যে কড লিভর অয়েল এবং আয়রণ বিশেষ উপকারজনক। ঔষধ সেবনের সঙ্গে ২ স্থানিক ঔষধেরও বিশেষ প্রয়োজন হুইয়। থাকে। কিন্তু বালকদিগের পক্ষে সেই সকল ঔষধ ব্যবহার করিতে পারা যায় না; বিশেষতঃ দরিদ্র লোকদিগের পক্ষে আমরা স্থানিক ঔষধ ব্যবহার করিতে পারি না; করিলে উহাদের অপরিস্কার ভাবে অবস্থান প্রযুক্ত উক্ত ঔষধে কষ্টের বৃদ্ধি হইয় থাকে। প্রথমতঃ অক্ষিপুটের প্রান্তবর্তী মামুড়ী সকল এক থানি ক্ষুদ্র স্প্যীচুল। অথবা ক্যtটfর্যাক্ট নিডল দ্বারা তাপনীত করিতে হয়। কোন ২ স্থলে অক্ষিপুটের উপরিভাগে কিয়ৎ ক্ষণের নিমি ওঁ উত্তপ্ত কম্প্রেসূ এবং পোলটিস প্রদান করা উচিত। এই প্রদানে মামড়ী সকল নরম হয়, এবং তাহtহইলে কোমল চীরবাস এবং উষ্ণ জল দ্বারা উহাদিগকে অনায়াসেই দূরীভূত করিতে পারা যায়। এই রূপে মামড়ী সকলকে দূরীভূত করিয়া, হাইড্রাঞ্জ, অক্সাইড ফুেভ ১ ড্র্যাম। অঙ্গুয়েন্টম সিমূপ্লেক্স ১ তাtউম্মল। অথবা, অঙ্গুয়েন্টম হাইড্রজ নাইট্রিকো-অক্সাইড ডায়েলিউটম-১ ড্রাম। ককূেীয়া বটার ৩ড়্যাম। দ্বারা অঘেণ্টমেন্ট প্রস্তুত করিয়া, অক্ষিপুট প্রান্তোপরি সাবধান পুর্ব্বক প্রলেপিত করিতে হয়। ইহাতে সাবধানের বিষয় এই যে, যত দূর স্থান পীড়িত হইয়াছে, ততদূর পর্য্যন্ত উক্ত মলম প্রদান করিতে হয়; কেবল মামড়ীর উপর প্রদান করিলে, উক্ত ঔষধে কোন ফলোদয় হয় না। প্রথমবার চিকিৎসক স্বয়ং এই মলম প্রলেপিত করিয়া দেন। তৎপরে, দিবসে দুইবার করিয়া উহ। প্রত্যহ প্রলেপিত করা উচিত। প্রণতঃ সন্ধ্যা - দুইরার রোগী উষ্ণ জল দ্বারা চক্ষু পে\ত করিলে, নূতন ২ মামড়ী সকল বিনষ্ট হুইয়। যাইতে পারে; এবং তৎপরে উক্ত মলম ব্যবহার করা উচিত।