পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিডিকিউলি ব মহকুণ। V8&

করিলে, সত্বর রোগাপনীভ হইবে, এরূপ আশা করা যjইতে

রে to অপেক্ষাকৃত স্থায়ী রোগ সমূহে, যেখানে অকিপুটপ্রান্তে ক্ষত হয়, তথায় প্রথমতঃ পক্ষাসকলকে মূলসমীপে বর্তুিভ করিয়া, মামড়ী সকল এক খানি ফর সেপ দ্বারা অপনীত করা বিধেয়। তৎপরে নাইট্রেট অব সিলভার পেন্সিস্ উক্ত ক্ষত স্থানের বহিঃপ্রান্তোপরি স্পৰ্শীকৃত করিতে হয়; অথবা সেই স্থান টিংকর অব আইওডিন দ্বারা প্রলেপিত করা উচিত। চিকিৎসক স্বয়ং এই সকল প্রলেপন প্রদান করিয়া থাকেন। তৎপরে রোগী তথয় ডায়েলউট অক্সাইডু তবু মাকরি আয়েন্টমেন্ট ব্যবহার করে। বাস্তবিক টিনিয়া রোগ প্রবর্তক ফঙ্গস (Fungns) অর্থাৎ শৈবালছত্র, অথব। প্যারাসাইট (Parasite) অর্থাৎ পরাঙ্গ পুট মামড়ী যতদিন পর্য্যন্ত বিনষ্ট ন। হয়, ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে অন্ততঃ দুইবার করিয়৷ অক্ষিপুটে টিংচর অব আইওডিন ব্যবহার করা উচিত। ডাক্তার টিল্বারী ফক্স সাহেবের ম:ভ টিংচীর অব আইওডিনের পরিবর্তে কার্বলিক য়্যালিড গ্লিসিরণে দ্রবীভূত করিয়া ব্যবহার করিলে, অধিকতর উপকার দর্শে ডাক্তার ম্যক নানার সাহেবের মতেও উক্ত ঔষধ উল্লিখিতরূপে ব্যবহার করিলে, টিনিয়া সিলিয়েরিজ রোগে বিশেষ উপব রজনক হইতে পfরে। কিন্তু উহার মাত্র প্রথমতঃ ১ ভাগ কার্বলিক য়্যাসিডু, ৫ ভাগ গ্লিসিরীণ; তৎপরে ১ ভাগ কার্বলিক য়্যাসিডু, ২০ ভাগ গ্লিসিরণে লেtশন প্রস্তুত করিয়া, উষ্ট্র-লেমি-তুলিকা দ্বারা প্রণতঃ সন্ধ্য দুইবার অক্ষিপুট প্রান্তে প্রদান করিতে হয়। BBBBBBSB YBBSBBBB BBBK BBS BBBB BBS কাংশ স্থলে, রোগোপশম করা অতিশয় দুষ্কর। বাস্তবিক উহাতে ষে অপকণর হয়, তাহ সংশোধন করাও অত্যন্ত দুর্ঘট। যাহtহউক পক্ষাকুর উৎপাটত করিয়া টাইকিয়েসিস্ অর্থাৎ বক্রপক্ষ রোগ এবং তজনিত কণিয়ীর অস্বচ্ছত কিয়ৎ পরিমাণে নিবারণ করা যাইতে পারে। কার্বলিক য়্যালিডু লেীশ্বন দ্বীর ক্ষত্তোপশম হয়; কিন্তু তামরা যত কেন চেষ্টা করি না, পক্ষাবিহীন অক্ষিপুটের স্থলীকৃত অবস্থা কখনই দূরীভূত হয় না। পিডিকিউলি* (Pediculi) বা মহকুণ —সময়েং ক্ষুদ্র ক্ষুদ্র মৎকুণবৎ কীট সকল পক্ষসমষ্টির মধ্যে বাস করে . উদ্ধাদের ডিম্ব সকল পক্ষাচ্ছাদন করায়, দেখিলে বোধ হয় যে, পক্ষসমষ্টি কোন রূপ কৃষ্ণবর্ণ চুর্ণ পদার্থ দ্বারা সমীচ্ছাদিত রহিয়াছে। এই সকল পর্যঙ্গপুষ্ট কীট উক্ত

  • ophthalmie Hospital Reports, ii 126. Case reporteâ by Mr. Horkness.