পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পংটার স্থানীপসরণও অবরোধ। Y(1) সাধারণতঃ অশ্রুপথ সকলের (Lachrymal passages) অন্তর বিরক (Lining) মিন্ত্রেণ প্রদণহিত হওতঃ, উক্ত পথ সকলের কোন স্থানকে অঙ্গসঙ্গীকৃত (Stricture) করিয়া, অশ্রু নি:সরণে অবরোধ প্রদান করিয়া থাকে। যাহা হউক, যদ্রপ টিনিয়া সিলিয়েরিজ রোগে অক্ষিপুটের প্রান্ত স্থূল হইয় থাকে, তদ্রুপ স্থূল অগ্নিপুট অথবা কনজংটাইভার বিবৰ্দ্ধিতাবস্থা প্রযুক্ত পংট স্বস্থান হইতে ভ্রষ্ট হইলেও এবম্বিধ ঘটনা সমুপস্থিত হয়। আর ইহাও স্পন্ট দেখা যাইতেছে যে, একট্রোপিয়ম রোগ যেরূপে উৎপন্ন হউক না কেন, তৎপরেও এবম্বিধ ঘটনা সকল প্রকাশিত হয়। অন্যপক্ষে বৃদ্ধ বয়সের ন্যায় চক্ষু কেণটরময় হইলে, পংটা সচরাচর চক্ষুরভিমুখে বক্র (Inverted) হইয় পড়ে। পংটার অবরোধ দুই প্রকার -আংশিক ও সম্পূর্ণ, অর্থাৎ এক অথৰ উভয় পংটা ৰুদ্ধ হইয়া পূর্ব্ববর্ণিত লক্ষণ সকল অভুদিত করে। ইতিপূর্ব্বে দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত হইয়াছে যে, সুস্থ চক্ষুতে অশ্রথলির উপর টিপিলে ল্যাক্রিম্যাল পংটা হইতে এক বিন্দু তরল পদার্থ নিঃস্থত হইয়া আইসে। যাহাহউক যদি একটী বা উভয় পংটম্ অবৰুদ্ধ হয়, তবে স্পষ্টই দেখা যাইতেছে যে, তন্মধ্য দিয়া আর তরল পদার্থ নির্গত করাইতে পীরা যায় না। এবম্বিধ অবস্থায় ক্যানালিকিউলসের অভ্যন্তরে প্রেণব মামক শলাকা প্রবেশিত করিতেও পারা যায় না; সুতরাং এইরূপ স্থলে প্রকৃতরূপে রোগ নির্ণয় করা কষ্টকর নহে; এবং চিকিৎসা প্রণালীও অত্যন্ত সহজ। যে উপায়ে হউক না কেন, চক্ষু এবং নাসরিন্ধের সংযোগ স্থাপিত করাই উহার চিকিৎস। চিকিৎসা 1—পংটার অভিষ্মীভাবেও, পুটপ্রাস্তুের মাস পার্শ্বস্থ সীম। ভাগে একটী ক্ষুদ্র চিত্ন অথবা নিম্ন স্থান বর্তমান থাবিয়া, পংটণর প্রকৃত অবস্থান নির্দেশ করে; এবং ইহা দ্বারা এরূপ সিদ্ধান্ত করিতে পারা যায় না যে, পংটা অবৰুদ্ধ থাকিলে আশ্র প্রণালীও ৰুদ্ধ থাকিবেক। এতন্নিমিত্ত কোন২ স্থলে কেবল ক্যালালিকিউলসে অশ্র প্রবেশমণৰুরোধক মিস্ত্রেণ চিরিয়া দিয়া, ও যতদিন পর্যন্ত সেই বিদারিত স্থান শুষ্ক না হয়, ততদিন পর্য্যন্ত প্রত্যহ উক্ত পথের অভ্যন্তরে প্রোৰ শলাকণ প্রবেশিত করিয়া, উহাকে উন্মুক্ত রাখিলেই যথেষ্ট হয়। অতঃপর এই স্থান পুনঃ সংযুক্ত হইবার এবং ক্যানলিকিউলসে অশ্রু গমন করিবার প্রণালী পুনরবকদ্ধ হইবার অল্প সম্ভাবনা থাকে। o যে পংটমে অস্ত্র প্রবেশ করিতে হুইবে, সেই অক্ষিপুট (উৰ্দ্ধ কিম্ব নিম্ন) উলটাইয়া, একখানি তীক্ষাগ্র অস্ত্র দ্বারা পংটয়কে বিলক্ষণ উন্মুক্ত করিয়া, উক্ত তন্ত্র ক্যনালিকিউলসের অভিমুখে অবরোধ ভেদ করত: প্রবেশিত