১৫ই অশ্রুপথ সকলের রোগ সমুহ। করিতে হয়। এক্ষণে যদি একটা প্রমাণ ল্যাক্রিম্যাল প্রোব ক্যানলিকিউলসের অভ্যন্তর দিয়া ল্যাক্রিম্যাস্ স্যাকে প্রবিষ্ট করিতে পারা যায় এরূপ হয়, তবে বিদারিত প্রান্ত সংযুক্ত হইতে পরিবে না বলিয়া, চরি fকম্বা পণচ দিবস পর্য্যন্ত প্রত্যহ উক্ত বিদারণ মধ্যে প্রেণব সঞ্চালন করা ভিন্ন অন্য কোন চিকিৎসার প্রয়োজন হয় না। পংটমের অবস্থান নির্দেশ করিতে না পারিলে, ক্যামলিকিউলসের অভিমুখে চিরিয়া, একটা গহবরিত ল্যাক্রিম্যাল ডাইরেক্টর উক্ত প্রণালীর মধ্য দিয়া আশ্রথলিতে সঞ্চালিত করত:, ক্যানলিকিউলসের সমুদয় দৈর্ঘ্য চিরিয়া দিলে, অশ্রু ভষ্মধ্য দিয়া অনায়াসেই সুগমরূপে থলিতে গমন করিতে পারে। যাহণহউক ইহাতে এরূপ সিদ্ধান্ত হইতেছে না যে, পংটায় সর্ব্বাংশ অথবা উহাদের গর্ভদেশ একেবারে ব্রুদ্ধ হইয়া যায়। উহার এই দুই চরমসীমা পর্যন্ত ৰুদ্ধ ন হইয়া, এরূপ সঙ্কুচিত হইয়া যায় যে, তষ্মধ্য দিয়া উপযুক্ত পরিমাণে তাশ্র নিঃস্থত হইয়া আসিতে মা পারায়, অপাজদেশে সঞ্চিত হইয়া থাকে। এইরূপ অবস্থায় একটা অত্যন্ত স্থঙ্কম প্রোব পংটমৃ মধ্যে সঞ্চালিত করত:, তদনুসারে উক্ত পংটমের অন্তরোদ্ধ প্রাচীর বিদ্ধ করিয়া, পরিশেষে সেই বিদ্ধ স্থান পূর্ব্বোলিখিত রূপে ফাক করিয়া রাখিতে হয় | ক্যানালিকিউলসের অবরোধ বা অঙ্গসঙ্গ (Stricture)—দ্বিবিদ্ধ; পfর্মেনেন্ট অর্থাৎ স্থায়ী অথবা স্পাত্মোটিক বা ক্ষণ মুদ্রণজনিত। পংটার অবরোধ ঘটলে, যে২ লক্ষণ অত্যুদিত হয়, সম্পূর্ণ অথবা আংশিক স্থায়ী অবরোধেও সেই২ লক্ষণ অভু্যfদত হইয়া থাকে; এবং অধিকাংশ স্থলে, তদ্রুপ কারণে অর্থাৎ শ্লৈয়িক ঝিল্লীর পুরাতন প্রদাহে উৎপন্ন হয়। পক্ষ অথবা চুর্ণ কঙ্কর প্রভৃতি বাহ পদার্থ দ্বার সচরাচর প্রণালী অবৰুদ্ধ হইয়া থাকে। পংটমের অভ্যন্তর দিয়া একটী প্রোব চালিত করিলে, ক্যনালিকিউলসে অবরোধ আছে কিন। অনুভূত হইতে পারে। কারণ তাহা হইলে, উক্ত প্রোবু ক্যানালিকিউলস অতিক্রম করিয়া অশ্রথলিতে উপনীত হইতে পারে না। অত্যন্ত সতর্ক হইয়া, ক্যানলিকিউলসের অভ্যন্তরে প্রেব দ্ব'র অমুসন্ধান করিতে হয়; কারণ উছ অযথা অসাবধানে সঞ্চালিত হইলে, যে স্থলে এই অবরোধ ক্ষণ মুদ্রণ অথবা শ্লৈম্মিক দিল্লীর রক্ত সংঘাতিত S BBBS BBBS BBBB BBBB BBBB BBB BSBB BBB BBBS স্থায়ী অবরোধ ঘটাইভে পারে।
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।