ক্যানালিকিউলসের অবরোধ। )(t(t পারি না; এরূপ স্থলে টেণ্ডো-প্যাম্পিত্রেরমের পশগতে লেকস ল্যাক্রিম্যালিস হইতে থলি পর্যন্ত অশ্রু গমনের আর একটা পথ করিয়া দিতে হয়*। থলি এই অভিমুখে বিদারিত হইলে, প্রত্যহ সেই বিদারণ মধ্য দিয়া একটা প্রোৰ সঞ্চালিত করতঃ বিদারণ উন্মুক্ত রাখিতে হয়; এবং এইরূপ হইলে, নাসাপাঙ্গ হইতে অশ্রথলি পর্যন্ত একটা নালীবৎ পথ প্রস্তুত হয় ( ১৫৮ পৃষ্ঠা দেখ )। ক্যানালিকিউলস্ সম্পূর্ণ অবৰুদ্ধ হইলে, কোনই স্থলে আমরা বলপূর্ব্বক অবরোধ ভেদ করিয়া পথ প্রস্তুত করিতে পারি; অথবা ক্যানলিকিউলদের মধ্য দিয়া অবৰুদ্ধ স্থানের অভ্যন্তর বিদারিত করিলেও একটা নুতন পথ প্রস্তুত হয়। যখন নিম্নস্থ পংটমের অভাব হয়, এবং চক্ষু হইতে অনবরত: বিন্দুই অশ্র নির্গত হইতে থাকে, তখন পশ্চাল্লিখিত রূপে উক্ত সামান্য অস্ত্রপ্রণালী অবলম্বন করিতে হয়। রোগীর পশ্চাতে দণ্ডায়মান থাকিয়, তfহীর মস্তক এরূপে প্লুত করা উচিত যে, তাহ যেন বিলক্ষণ দৃঢ় অবলম্বন প্রাপ্ত হয়। পরে নিম্ন ক্ষিপুটকে তাতপ উলটাইয়া, তৎপ্রান্তদেশ কপোলদেশভিমুখে টানিয়| কিঞ্চিৎ অক্লিষ্ট করিতে হয়। এক্ষণে মধ্যমাকৃতি একখানি কঁtfচর অগ্রভাগ দ্বারা অক্ষিপুট প্রান্ত, বিশেষতঃ কন্জং টাইভদি সুস্থ প্রান্তসীমা সাৰ্দ্ধৈক মশনরেখ। পরিমিত দূর পর্যন্ত ক্যানলিকিলসের প্রকৃত স্থfন অতিক্রম করতঃ কর্ত্তন করিয়া লইতে হয়। প্রণালীর সমুদয় দৈর্ঘ্য হইতে এই কর্ত্তন করিতে হয়; এবং পরে যাহাতে বর্ত্তিত প্রান্ত সংযুক্ত হইয়া না যায়, এই অভিপ্রায়ে যতদিন পর্য্যন্ত উহ। তারোগ্য না হয়, ততদিন পর্য্যন্ত প্রত্যহ তন্মধ্যে প্রেণব প্রবেশিত করা বিপেয় f। অগ্রথলিতে সরলভাবে নfলীবৎ ছিদ্র করা অপেক্ষ, এতদুভয়ের একতর প্রণালী সম্পূর্ণ আদরণীয়। যেস্থলে নিম্নস্থ পংটম এত অবৰুদ্ধ হইয়া যাম যে, তাহীর অবস্থানও নির্দেশ করিতে পারা যায় না, তথায় মিন্টার স্ট্রেটফিলড় সাহেবের তনু - মোদিত অস্ত্র প্রণালী অবলম্বন করিলে অনেক উপকার দশে। এইরূপ অবস্থায় তিনি উৰ্দ্ধস্থ পংটম এবং ক্যানলিকিউলম্ব বোগান সহেবের আদিষ্ট প্রণালী অনুসারে বিভাজিত করিতে অনুমতি দিয়া থাকেন, এবং সেই ছিদ্র মধ্য দিয়া একটী ক্ষম ও বক্র ডাইরেক্টর নিম্নস্থ ক্যানালিকিউলহ মধ্যে সঞ্চালিত করিতে হয়। সম্ভব হক্টলে, নিম্নস্থ পংটম মধ্য দিয়াও সঞ্চালিত করিতে পারা যায়। এরূপ করিতে না পারিলে, নিম্নস্থ « ... Maladies des Yeux,” par M. Wecker, tom-i. P. 786. . f “Medical Record” p. 307. 1870: I)r. C. It. Agnew, “On Tueat ment of Lachrynual diseases”
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।