পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৩০ অশ্রুপথ সকলের রোগ সমুহ। অৰরোপের প্রকৃতি ও বিস্তার অনুসারে প্রোবের আকার ভেদ হইয়। থাকে ১ ম তঃ কেবল ১ম, সংখ্যক প্রোব প্রবেশ করিতে পারা যায়, কিন্তু মূত্রদ্বার অবৰুদ্ধ হইলে, যদ্রপ ক্রমশঃ বৃহত্তর প্রোৰ তন্মধ্যে প্রবেশিত হুইয়া থাকে, তদ্রুপ ক্রমশঃ .৬ সংখ্যক ল্যাক্রিম্যাল প্রোব নাসপ্রণালীর মধ্য দিয়া নাসরিন্ধে, অনায়াসেই প্রবেশ করিতে পারে। নাসিকার শ্লৈষিক দিল্লীতে প্রোবের অগ্রভাগ স্পৃষ্ট হইলেই রোগী তৎক্ষণাৎ তথায় ভাহা অনুভব কুরিতে পারে; সুতরাং তাছা হইলেই প্রেীব প্রকৃত স্থানে গমন করিয়াছে বলিয়া বোধ হয়। অবরুদ্ধ স্থানের মধ্য দিয়া নাস। প্রণালীতে আস্তেং প্রোব প্রবিষ্ট করিতে হয়; নতুবা কেবল যে শ্লৈস্মিক ঝিল্লিই আহত হয় এমত নহে, প্রোব নাসা প্রণালী ও অস্থিপ্রাচীরের মধ্য দিয়া গমন করে; এবং তৎস্থানকে চিরাহত রাখে | অশ্রথলি কিম্বা নাসা প্রণালী অবৰুদ্ধ হইলে, এবং তৎসঙ্গেই নেত্রনালী সহানুবর্ত্তী হইলে, যতদিন পর্যন্ত না নাসা প্রণালী সম্পূর্ণ রূপে প্রসারিত হয়, ততদিন পর্য্যন্ত তন্মধ্যে প্রতি সপ্তাহে দুইবার করিয়া প্রেণব, প্রবেশিত করিতে হয়। অশ্রুর প্রকৃত প্রণালী মুক্ত হইলে, নালী স্বয়ং উপশমিত হুইয়া যায়। - সমুদ্রজ ল্যামিনেরিয়া (Laminaria) নামক এক প্রকার নলথাকড় গণছড়ার স্বত্র লইয়া “ল্যাক্রিম্যাল বুজি” (Lachrymal bougies) * প্রস্তুত হয়। কিয়ৎক্ষণ পর্য্যন্ত আৰ্দ্র হই-ল, এই বুজি স্ফীত হইয় থাকে। শুষ্কাবস্থায় এই যন্ত্রকে নালী বা উন্মুক্ত ক্যানালিকিউলসের মধ্য দিয়া নাসাপ্রণালীতে প্রবিষ্ট করত, তথায় দুই কিম্বা তিন ঘন্টা কীল পর্য্যন্ত অবস্থিত রাথিতে হয়। এইরূপ হইলে, উহ অশ্র সংস্পশে স্ফীত হইয়। প্রণালীকে প্রসারিত রাখে। আমার বোধ হয়, এইরূপ উপায়ে কেশন প্রকার ফল দশে না। নাসা প্রণালী প্রসারিত করিতে সাধারণ ল্যাক্রিম্যাল লৌহ শলাক “ বুজি * অপেক্ষ। অনেকাংশে কার্য্যোপযোগী। এইরূপ স্থলে মিষ্টার কার্টণর সাহেবের উদ্ভাবিত চিকিৎসা প্রণালী মিটার টিলিঙুসাহেব অনুমোদন করিয়া থাকেন। কিন্তু ডাক্তার ম্যাক্নামীর সাহেব ভস্মতাবলম্বী হইয়া কোন স্থলেই কৃতকার্য্য হইতে পারেন নাই | এক খানি টিনেটোম (Tenotome) অর্থাৎ কণ্ডর কর্ত্তনোপযোগী অস্ত্রের সদৃশ একখানি ছুরিকা থলি এবং নাসা প্রণালীর মধ্য দিয়া প্রবিষ্ট করিয়া, তাহার অগ্রভাগকে নাসাতলদেশে স্পষ্ট করিতে হয়। তৎপরে ভিন কিম্ব তদধিক দিগনুসরণ করিয়া, অবরোধক স্থানকে অস্থি প্রাচীর পর্য্যন্ত বিদারিত করা অবশ্যক। অপিচ উক্ত ছুরিকার ফল যাহাতে এই বিদারণ মধ্যে কোন প্রকার বাধা ন পাইয়া, চতুদিকে সর্ব্বতোভাবে