পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSల8 অশ্রুপথ সকলের রোগ সমুহ। প্রাপ্ত কুইয়া থাকে। ইহাতে চক্ষু অশ্রুপূর্ণ হইয় পড়ে, এবং থলি বিতনিত হওয়ার, অন্তরীপাঙ্গ দেশে একটী ক্ষুদ্র টিউমার উদিত হইয় থাকে। শিম্বীজ হুইতে কপোতডিম্বের ন্যায়, এই টিউমারের আকার নানাবিধ হইয় থাকে। রোগী উক্ত অংশে প্রায়ই যাতনাভোগ করে না, এবং থলির চর্মও প্রদাহিত হয় না. রোগের প্রথমাবস্থায় থলিমধ্যে ফুকচুয়েশন অনুভূত হইতে পারে; কিন্তু থলি যতই প্রস্থত ও বিভানিত হইতে থাকে, উহা ততই কঠিনতর বলিয়। অনুভূত হয়। এই সময়ে উহাকে সৌত্রিক উৎপত্তি বলিয়া ভ্রম হুইতে পারে। অশ্র-খণতচয় এবং নাসা প্রণালী অলপ বা অধিক পরিমাণে ৰুদ্ধ থাকায়, পংটা দিয মিউকোসিলের অন্তর্ব্বত্তী সমুদায় চিকণ পদার্থ নিঃস্থত বরিবার নিমিত্ত, মিউকোসিলের উপর বিলক্ষণ প্রতিচাপ প্রদান করিতে হয়। চিকিৎসা I–ক্যানলিকিউলসের অভ্যন্তর দিয়া থলিকে উত্তম রূপে উন্মুক্ত করতঃ, পূর্ব্ব বর্ণিত মতে নাসাপ্রণালীর অন্তবর্তী অবরোধকে ফাক করিতে হয়। আর ইহীও স্মরণ রাখা উচিত যে, মিউকোসিল্ হইলে অনেকগনেক স্থলে থলির উদ্ধ ও নিম্ন উভয় মুখই ৰুদ্ধ হইয়া আইসে; সুতরাং এই সকল অবরোধ অপনীত হইলে, আমরা নাস মধ্যে অশ্রু গমনাগমনের প্রণালী পুনঃস্থাপিত করিবার ওঁ পীড়া সম্পূর্ণ উপশমিত হইবার প্রত্যাশা করিতে পারি। পলিপাই এবং চর্ণ-কঙ্কর-সংহতি (Polypi and Concretions in the Sac)—থলীর অন্তরীবরক fাল্লী হইতে একটা পলিপস অর্থাৎ বহুপদ উৎপন্ন হইতে পারে, এরূপও জানাগিয়াছে। চুর্ণ কঙ্কর সংহতিও (calcareous concretions) তথায় সমুদ্ভত হইয়। নাসিকাতে অশ্রু গমনের প্রতিরোধ প্রদান করিতে পারে। যাহাহউক এই অবস্থানে পলিপস্ সচরাচর আবিভূত হয় না। উহার লক্ষণ সকল মিউকোসিলের লক্ষণ সকলের ন্যায়; স্পর্শ করিলে উহা অপেক্ষাকৃত তাপ স্থিতিস্থাপক বোধ হয়; সুতরাং উৰ্মিবিলোড়ন অর্থাৎ ফুকচুয়েশন অনুভূত হয় না। এই বিষয়ে কোন রূপ সন্দেহ উপস্থিত হইলে, উক্ত অর্বুদ মধ্যে এ নিডল বিদ্ধ করিলে, উহার প্রকৃতি নিশ্চিতরূপে অবগত হওয়া যাইতে পারে। এই অবরোধ চুর্ণ-কঙ্কর-পদার্থ-জনিত হইলে, থলি মধ্যে একটী প্রোব প্রবেশিত করিয়! তাহার প্রকৃতি অনায়াসেই নির্ণয় করা যাইতে পারে। উক্ত স্থানে অথবা ক্যানলিকিউলয় মধ্যে সঞ্চিত চুর্ণ কঙ্কর পদার্থ প্রোৰু স্পর্শে অন্য কোন রোগাবস্থা বলিয়। কখনই ভ্রম হইতে পারে না। এইরূপ স্থলে থলি এবং ক্যানলিকিউলস বিভেদিত করিয়া, ভষ্মধ্য হইতে চুর্ণ কঙ্কর পদার্থ সমুৎ ক্ষেপিত করা উচিত। পলিপস্ চিকিৎসা