পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাসাপ্রণালীর অবরোধ। ১৬৫ করিতে হইলেও এইরূপ করিতে হয়। কিন্তু ঈদৃশ স্থলে থলির আবরক ঝিল্লীকে দ্বিখণ্ডিত করিয়া, যত্বপুর্ব্বক তন্মধ্য হইতে উক্ত পলিপসকে অঙ্ক - রের সহিত নিষ্কাশিত করা আবশ্যক। তাছা না করিলে, উছা নিশ্চয়ই পুনরাবিভুত হইয়া থাকে। - নাসাপ্রণালীর অবরোধ —নস প্রণালী কখনং আংশিক বা সম্পূর্ণ অবৰুদ্ধ হইয় থাকে। সচরাচর অন্তরাবরক ঝিল্লীর পুরাতন প্রদাহ এবং স্থূলতা প্রযুক্তই এই অবরোধ ঘটিয়া থাকে। কিন্তু পেরিয়ন্টাইটিস হইলে, অথবা যে সকল অস্থিদ্বারা অশ্র প্রণালীর প্রাচীর নির্মিত, তাহীতে রোগ হইলেও উহু ঘটতে পারে। লক্ষণ –প্রণালীর অবরোধে সমবস্থায়ী নাসরিন্ধের নীরসভা, অশ্রথলির অবস্থান স্থলে যন্ত্রণ। বিহীন স্থিতিস্থাপক স্বম্প স্ফীতি, এবং চক্ষু হইতে নিরন্তর অশ্রুবিগল নষ্ট এই রোগের লক্ষণ। থলি যে প্রদেশ ব্যাপ্ত হইয় অবস্থান করে, তদুপরি প্রতিচাপ প্রদান করিলে, উক্ত অবরোধ নাসণপ্রণালী কিম্বা পংটা ও থলি এতদুভয়ের মধ্যস্থলে ঘটিয়াছে তাহ নির্ণয় করিতে পারা যায়। যদি পংটা ও থলির মধ্যবর্তী স্থল অবৰুদ্ধ হয়, তবে পংটা হইতে কেশন ঈশ্রস্মিক-ক্লেদ-পদার্থ অর্থাৎ মিউকো-পিউরিউলেন্ট ফু ইড় উদীর্ণ হয় না। কিন্তু নাসপ্রণালী অবৰুদ্ধ হইলে, উল্লিখিত সমুদায় লক্ষণ সত্ত্বেও থলি মধ্যে আশ্র প্রবেশ করিতে থাকে; এবং তদুপরি প্রতিচাপ প্রদান করিলে, পংট হইতে এক বিন্দু জল বহির্গত হইয়া পড়ে। আংশিক অবরোধ স্থলে, উক্ত অশ্রুর কিয়দংশ নাসিক মধ্যে প্রবেশ করিতে পারে। চিকিৎসা —িনসা প্রণালীর অঙ্গসঙ্গ চিকিৎসা ইতিপূর্ব্বে ১৫৮ পৃষ্ঠায় বর্ণিত হইয়াছে। এই চিকিৎসীয় ক্যানলিকিউলসকে বিভেদিত করিয, অশ্রথলি ও অবৰুদ্ধ প্রণালীর মধ্য দিয়া নানাবিধ তাকণরের প্রেব প্রবেশিত করত, ক্রমশঃ উক্ত প্রণালীকে প্রসারিত করিতে হয়। প্রতি সপ্তাহে এক বা দুইবার প্রোর প্রবেশিত করা উচিত; এবং প্রণালী প্রসারিত হইতে যে কাল ব্যয় হয়, তাহতে রোগী ও চিকিৎসক উভয়েরই ধৈর্য্য অবলম্বন করা উচিত। অস্থিময় অবরোধ ঘটিলে, প্রোর প্রবেশনে রোগণপশমিত হয় না। এস্থলে অশ্রযুলি বিনাশিত করা, এবং কোনং স্থলে অশ্রুগ্রন্থিকে নিষ্কাশিত করা আবশ্যক হইয়া থাকে। o অন্তরাপাঙ্গ প্রদাহ (Inflammation of the Internal Angle of the eye) |-sề “gttsĩ একটা স্ফোটক উৎপন্ন হইলে, উহ। তাশ্র