পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5° о স্কুরোটকের রোগ সমূহ। F উক্ত বিষয়টা অতীব প্রয়োজনীয়। ডাক্তার ম্যাকনামার সাহেব' গ্রীয় অভিজ্ঞতানুসারে বলেন যে, স্থারোটিকের এই আরক্তিম নাড়ীচক্রের লক্ষণ সকল যেরূপ দুরবগম ও উহাকে আমরা যেরূপ অবহেলা করিয়া থাকি, চক্ষুর অপর কোন পীড়ার লক্ষণ সকল তদ্রুপ নহে। স্কুিরোটাইটিস্ (Sclerotitis) অর্থাৎ স্কারোটিক প্রদাহ, অথবা কেরাটাইটিস (Keratitis) বা কর্ণিয় প্রদাহ রোগাক্রান্ত বলিয়। অনেক রোগী আমার নিকট সভত প্রেরিত হয়, কিন্তু তাহদের পীড়ার যথার্থ স্থান আইরিস অথবা কোরইড়। এইরূপ দ্বিধাজনক সমুদায় পীড়ায়, চক্ষুতে য়্যাটোপাইন প্রদান করিয়া, কনীনিকায় তাহার ক্রিয়াদি উপেক্ষ করা নিতান্ত অভিলক্ষণীয়। কারণ, তাহ হইলে ইহা প্রায়ই দেখা যাইবে যে, আইরাইটস (আইরিসপ্রদাহ) হইতে উৎপন্ন সাইনেকিয়ায় (Synechia) অর্থাৎ কণিয়া বা লেন্সকোষের সহিত তাইরিস সংযুক্ত হুওয়ায়, কনীনিক অসমরূপে বিস্তৃত হইয়াছে; সুতরাং এইরূপ হইলে, রোগনির্ণয়ের কাঠিন্য একেবারেই অপনীত হইল। আর যদি এবম্বিধ অবস্থা চক্ষুর অপর কোন পীড়া হইতে উৎপন্ন হইয় থাকে, তাহ হইলেও য়্যাটোপাইন ব্যবহারে কোন প্রকার হানি হইতে পারে না। উহাতে আইরিস এবং কোরইডের যে২ অংশ রোগাক্রান্ত হইয়াছে, তাহাও জ্ঞাত হওয়া যায়। বিশেষতঃ এই য়্যাটোপাইন অক্ষিরোগপরীক্ষায় অনভ্যস্ত চিকিৎসকদিগের যে কত প্রয়োজনীয় বলিয়া বোধ হয়, তাহ বলা যায় না | àfètz#afèñ#*((EPIscLETITIs) l—এই রোগে আমরা কখন২ স্থারোটিকে স্বম্প প্যারেনকাইমেটস্ ( Parenchymatous) ফরমেশন্স উৎপন্ন হইতে দেখিতে পাই। এইরূপ আক্রান্ত হইলে, সচরাচর কর্ণিয়ার প্রান্তরবর্তী কর্ণ অথবা নাসিকাভিমুখস্থ স্কুরোটিকে কৃষ্ণাত্মক আরক্তিম বা রক্তাত্মৰ পীতবর্ণ অৰ্দ্ধ- মটরের ন্যায় উন্নত স্থান দেখিতে পাওয়া যায়। স্কুণবোটিকের এই আপোন্নত স্থানের উপরি বা চতুস্পার্শ্বস্থ কন্‌ডংটাইভ। সচরাচর অল্পপরিমাণে কনজংটিভাইটিস রোগাক্রান্ত হইয়। থাকে। অক্ষিগোলক পরিচালনে কিঞ্চিৎ কষ্ট বোধ হয়; কিন্তু ভদ্ব্যতিরেকে অন্য কোন যাতনা বা ক্লেশ অনুভব হয় না। উক্ত উন্নত স্থান কঠিন হওয়ায়, ঠিক বোধ হয় যেন, স্কারোটিক হইতে একটী ক্ষুদ্র স্বত্রময় অর্বুদ উৎপন্ন হইতেছে। ইহাতে চক্ষুর অপরাপর অংশ সকল সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকিতেও পারে; কিন্তু উক্ত পীড়িত স্থানে অনেক রক্তবহ নাড়ী দেখিতে পাওয়া যায়। এইরূপ অনেক স্থল উপদংশ পীড়াঙনিত বলিয়া অনুসন্ধান পাওয়