পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yፋ8 স্কুরোটিকের রোগ সমূহ। লোৱায় পরিণত হয়। যাহাঁহউক রোগপ্রস্তাবস্থায় আইরিডো-কেরই— ডাইটিস রোগের প্রাথমিক লক্ষণ সকল উদিত হইয় থাকে; স্কুরোটিক জোন তাবু ভেসেলসে রক্তাররোধ ঘটিয়া চক্ষুরভ্যন্তরে শোণিত সঞ্চালনের ব্যতিক্রম প্রকাগ ལཱངྷ་ চক্ষুতে বেদন থাকে, প্রদাছিত সিলিয়ারি বডির উপর টিপিলে এই বেদনশর বৃদ্ধি, এবং আলেণক অসহ বোধ হয়। ভিটিয়স অস্বচ্ছ হওয়ায় দৃষ্ট অবিল হয়; এবং অক্ষিগোলকের বিভশনবৃদ্ধি স্পষ্ট দেখিতে পাওয়া যায়। এই সকল লক্ষণ সচরাচর নীতি প্রবলভাবে আবিভূত হইতে থাকে; কিন্তু উক্ত অংশে রসোৎ প্রবেশ হওয়ায় কোরইড় স্কুরোটিক হইতে বিশ্লিষ্ট হইতে পারে, অথবা প্রদাহ সময়ে কোরইডের রক্তবহ নাড়ী সকলে যে হানি হইয়াছিল, তদ্বারা স্কুরোটিকে অপকর্ষক পরিবর্তন সকল সচরাচর সত্বর প্রবল হইতে থাকে; এবং যে সকল স্থল প্রদাহ সম্ভত হে, তদ্বিষয়ে যেরূপ পূর্ব্বে উল্লিখিত হইয়াছে, তদ্রুপ স্থারোটিক ক্রমশ্নঃ অভ্যন্তর প্রতিচাপ-বশম্বদ হওয়ায়, তথায় ষ্ট্যাফিলোম। উৎপাদিত হয়। স্কুরোটকের এই বহিঃসরণ অত্যন্ত বৃহদাকার হইতে পারে; এমত কি শেষে উহা অক্ষিপুটদ্বয়ের অন্তরাল মধ্য দিয়। বহির্গত হওতঃ অক্ষিপুট নিমীলনেশীলনে অথবা চক্ষু মুদিতকরণে সম্পূর্ণ বাধা প্রদান করিয়া থাকে। এবম্বিধ স্থলে রেটিন সংস্রবচ্যুত হইতে পারে; এবং চক্ষু সম্পূর্ণ বিনাশিত হইবার বিলক্ষণ সম্ভাবনা আছে। অন্য পক্ষে, ট্যাফিলোম বৃহদাকার না হইলে এবং যথেষ্ট পরিমাণে সুস্থ কোরইড় অবশিষ্ট থাকিয ভিটিয়স এবং লেম্পকে পুষ্টি প্রদান করিলে, রোগী কিছুদিনের নিমিত্ত উত্তমরূপ দেখিতে পায় বটে, কিন্তু এইরূপ অনেক নেক স্থলে কোন না কোন সময়ে অকস্মাৎ রোগ গুরুতর হইয়া চক্ষু বিনষ্ট হইয় যায়। ৩। কোন তানাত লাগিয়া সিলিয়ারি প্রদেশের উপরিস্থ স্কুরোটিক ছিন্ন হইলে, ছিন্ন স্থান মধ্য দিয়া কিয়দংশ মিলিয়ারি বডি বহিরুদ্ধি (Hermia) হইয়া আসিতে পারে; এবং সাতুর রোগের চিকিৎসা না করিলে, অভ্যন্তর গ্রতিচাপে ছিন্নপ্রণন্ত কেবল অসংলগ্নভাবে থাকে এমত নছে, তন্মথ্য দিয়া সিলিয়ারি প্রবর্দ্ধনের অধিকাংশ বহিঃস্থত হইয়। তাইসে। কালক্রমে এই বহিঃস্থত অংশ স্বত্রময় টিসু দ্বারা তারিত হইয়। ষ্ট্যাফিলোমার উৎপত্তি করে। ছিন্নাঘাতের অবস্থানানুসারে এই স্ট্য ফিলোমার অন্তর্দেশ সিলিয়ারি বডির অবশিষ্টাংশ অথবা কোরইডের দ্বারা তাৱত হয়। অপিচ এই বহিঃস্থত স্থান উত্তেজিত ও রিভানিত হইয়। নাতি প্রবল প্রদণহযুক্ত হয়; এবং পূর্ব্বে অন্যান্য স্থলে যেরূপ উক্ত হইয়াছে, তদ্রুপ অপকর্ষক পরিবর্তন সকল ক্রমশঃ আনয়ন করে। এইরূপে স্কুরোটিকের অধিকাংশ পীড়িত হইয়া বৃহৎ ষ্ট্যাফিলোমার উৎপত্তি হুইয়। থাকে।