পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

థౌ স্কুরোটকের রোগ সমূহ। plastię) টিউমীর সচরাচর অক্ষিগোলকের কপোলদেশভিমুখপার্শ্বে উৎপন্ন হইয় থাকে, এবং প্রথমতঃ অম্প শ্বেতবর্ণ বিশিষ্ট হয়। উহার ক্ষত হইয় যে স্থান হইতে উৎপন্ন হয়, ক্রমশঃ তাহীর চতুস্পার্শ্বে বিস্তৃত হইয়া তত্তৎস্থানকেও পীড়িত করে*। স্কুরোটকের বাহদেশ হইতে উৎপন্ন মেলানেসিস্ অর্ব দের কতিপয় মাত্র উদাহরণ উল্লিখিত আছে; এবং ঐ সকল অর্ব্বদ অন্ততঃ কিছু কালের নিমিত্ত,অক্ষিকোটরের অন্তর্ব্বত্তী অন্যান্য নিৰ্মাণকে যে পীড়িত করে না, তাহাও লিখিত আছে f। —

  • Mackenzie “On Diseases of the Eye” 4th edit. p. 703. f Mr. Poland on Protrusion of the Eyeball: Ophthalmic Hospital

Ireports, vol. i. p. 171, where two such cases are referred to.