পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুর শারীরতত্ত্ব। (t কন্‌জংটাইভ (CoNJUNCTIVA.) কন্‌জংটাইভাকে বাঙ্গল ভাষায় যোজকত্বক কহে। কন্‌ভঃটাইত বাস্তবিক এক প্রকার শ্নৈর্ম্মিক-শিল্পী (মিউকস মিস্ত্রেণ ) মাত্র। উছ ইপিথিলীয়্যাল সেলসের (Epithelial cells) atoga (External Stratum) দ্বারা নির্মিত। এই ইপিথিলীয়্যাল কোষসকল ভিত্তিদঝিল্লীর ( Basement membrane বেসমেন্ট - মিস্ত্রেণ ) উপরিভাগে সংস্থাপিত আছে। অপিচ কৈশিক নাড়ীগণ উক্ত বৈসমেন্ট মিস্কেণের তলদেশে অবস্থান করিতেছে। কনজংটাইভ অক্ষিপুটাভ্যন্তর ॐांहूङ করিয়া, একস্থানে বক্র হওত ক্রমশঃ অক্ষি-গোলকের সমুদয় সম্মুখ ভাগ আৱত করিতেছে। বস্তুতঃ কনডংটাইভাই সর্ব্বপ্রথমে আমাদের দৃষ্টিগোচর হয়। ইহার যে ভাগ অক্ষিপুটের অন্তর্ভাগে আছে, তাহাকে (Tarsal or Palpebral) টার্সাল বা প্যালুপিত্র্যাল কনডংটাইভ অর্থাৎ অক্ষিপুটীয় যোজকন্তুক কহ যায়; এবং যে ভাগ,অক্ষি গোলকের সম্মুখোপরি otzig, stetzo (Orbital or Ocular) অর্বিট্যাল বা অকিউলার কনজংটাইভ অর্থাৎ অক্ষিকোটরীয় বা আক্ষিক যোজকত্বক্ কহ। যায়। উহা আক্ষিপুট হইতে অক্ষিগোলকে বক্র হইয়া আসিবার সময়, যে স্থানে উক্ত পুট ও গেtলক পরস্পর সংলগ্ন হইতেছে, ঠিকৃ সেই স্থানে মিস্থেণের একটা শিথিল ভাজ উৎপন্ন করে; যাহাকে (Tarso-orbitalfold) isłoń অর্বিট্যাল, ফেলড় কহে। আর নাসা পাশ্বস্থ অপাঙ্গদেশে উহ। আর একটা শীর্ষক ভাজ (Vertical fold ভার্টিক্যাল ফেলিড়) উৎপন্ন করে, তাহাকে প্লাইক সিমিলিউন্যারিস ( Plica Sethilunaris) নামে আখ্যাত করা যায়। উক্ত প্যালপিত্র্যাল কন্‌জং টাইভ রক্তবহা-নাড়ী-সম্বলিত ও সমধিক ঘন। উহার উপরি ভাগ বহুসংখ্যক প্যাপিলি ( Papillae ) দ্বারাসমুন্নত। এক বা তদধিক স্মক্ষম কৈশিকবন্ধনী (Capillary loops ), ও একটা lettos of{-Tă (Terminal nervous apparatus,) is onto-falsit দ্বারা পরিক্ত হইয়। উক্ত প্রত্যেক প্যাপিলাকে নিৰ্মাণ করিতেছে r আর যেরূপ অন্ত্রমধ্যে কতকগুলি গুপ্ত-গ্রন্থি আছে, তদ্রুপ উক্ত বেস্মেন্ট মিহেণের নিম্নে যে শিথিল-সংযোজক-ঝিল্লী আছে, তাঁহাতেও কতকগুলি গুপ্ত-গ্রন্থি আছে। এতদ্ভিন্ন তথায় অষ্টাদশ কিম্বা বিংশতি সংখ্যক কনগ্লোমিরেট, pfiftesz (Conglomerate glands) একটী বীথিক छूझे হয়। তাহারা প্রত্যেকেই এক একটা প্রণালী ( Ducts ) দ্বারা কনডংউইভার টর্সে-অর্বিট্যাল-ফেলডের অনাৱত উপরিভাগে উন্মুক্ত আছে। ঐ প্রণালী দিয়া যথেষ্ট পরিমাণে জল নিঃস্থত হওয়ায় চক্ষুর মকুণতা সম্পাদিত হয় | ༤སི་