ケ চক্ষুর শারীরতত্ত্ব। c+tзёч (Спокоп.) আমরা বাঙ্গাল! ভাষায় কোরইডকে কৃষ্ণণবরক নামে আখ্যাত করিয়াছি। বস্তুতঃ কোরইডু রক্তবহা-নাড়ী-বিধান (ভ্যাস্কুলার স্ট্রক্চার ) মাত্র। ভিটিয়স ও লেন্স পোষণার্থে যে শোণিত আগমন করে, তাহ প্রথমে উহাতে সংযত হইয়া, পরিশেষে উহাদিগকে পরিপোষণ করিয়া থাকে। এই, কোরইড অগ্রপ্রদেশে সিলিয়ারী প্রবৰ্দ্ধনের মধ্যে বৰ্দ্ধিত হইয়া গিয়াছে। উহা বাহ প্রদেশে স্কুরোটিক ও সিলিয়ারী পেশীর সাহিত, অভ্যন্তর প্রদেশে কোরইডের ইল্যাটিক ল্যামিন অর্থাৎ স্থিতিস্থাপক পর্দার সহিত সংলগ্ন আছে। কোরইডের এই স্থিতিস্থাপক পর্দা হয়েলোইড মিস্ত্রেণ (Hyaloid membrane)। ইহার উপর কোরইডের ষটকোণ-কোষ সকল অবস্থান করে। উক্ত বাহ ও অভ্যন্তরস্থ বিধানদ্বয়, সংযোজক-বিধানোপাদান-বন্ধনী-সমূহ দ্বারা সহযুক্ত থাকায়, অসংখ্য জালবৎ ছিদ্র উৎপন্ন করিতেছে। ঐ জাল-ছিদ্র মধ্যে রক্তবহ নাড়ীগণ, স্নায়ুগণ, সংকোচক বিধানোপাদান (Contractile tissue ) e oscots Hægt (Pigment cells) waxin zoo, পরস্পর একত্র হইয়া কোরইড় (Choroid) বা কৃষ্ণণবরক নাম প্রাপ্ত হয়। উক্ত কোষ সকলের দূরান্তর্ব্বত্তী পর্দ, যাহা স্থিতি-স্থাপক স্তরের সন্নিকটে বর্ত্তমান আছে, তাহ প্রায়ই বর্ণদায়ক পদার্থ-শূন্য এবং বর্ণকোষসকল অপেক্ষ অতিশয় ক্ষুদ্র। অধিক পরিমাণে সংকোচক-বিধানেপাদান সিলিয়ারী পেশী হইতে প্রবৰ্দ্ধিত হইয়। কোরইডে অবস্থান করে। ইহার স্নায়ুগণ অপথ্যালমিক্ গ্যাংলিয়নের ( Ophthalmic ganglion ):w:P সিলিয়ারশাখা সমুদ্ভূত। শারীরস্থানবিদ্যাবিশারদ পণ্ডিতেরা কৈণরইডের সিলিয়ারী প্রোসেসের রক্তবহীনাড়ীগণকে কতকগুলি স্তরে বিভক্ত করিয়াছেন। এস্থলে তদ্বর্ণনার কোন প্রয়োজন হইতেছে না। চক্ষুষ ধমনীর (Ophthalmic artery) পশ্চাদ্বতী ক্ষুদ্রতর সিলিয়ারী বিভাগ হইতে, ধমনী সকল উৎপন্ন হইয়া ল্যামিন ক্রিত্রোসার নিকটে স্কুরোটিককে বিদ্ধ করিয়া, পরিশেষে অসংখ্যশাখায় বিভক্ত হইতেছে। সেই শাখাসমূহ কোরইডের বর্ণ-কোষ সকলের মধ্যদিয়া ভঙ্গীমান গতিতে, ক্রমশঃ সম্মুখদিকে প্রধাবিত হইয়া, ইল্যাটিক্ ল্যামিনীর অব্যবহিত পশ্চাতে, একটা ঘন ক্যাপিলারী নেটওয়ার্ক (Capillary network) al কৈশিক-রক্তবহু-নাড়ী-জাল উৎপন্ন করিয়াছে। এই নিমিত্র কোরইডের বৃহত্তর রক্তবহ নাজীসকল স্কুরোটকের অধিক নিকটবর্তী। ঐ সকল রক্তবহু-নাড়ী-জাল-ছিদ্রে উক্ত অংশের ষ্টিলেই পিগমেন্ট সেলস (Stellate Pigment cells) বা নক্ষত্রাকৃতি বর্ণকোষ সকল
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।