R চক্ষুর শারীরতত্ত্ব। পেশীর (ডায়েলেটটর পিউপিলি) সহিত সঙ্কোচক পেশীর (ফিনষ্টার মসল) পরম্পর বিপরীত সম্বন্ধ।” যাহ। হউক, বোধ হইতেছে যে, শরীরের অন্যান্য স্থলে সমবেদনস্থত্রসকল যেমত রক্তবহণ-নাড়ীমণ্ডলে বিস্তারিত হয়, তদ্রুপ উহার এস্থলে আইরিসের রক্ত-বস্থানাড়ী সকলেও বিস্তারিত হইতেছে। সুতরাং এই রক্তবহণ-নাড়ী সকলের আকৃতি পরিবর্তিত না হইলে আইরিসের গতিরও বৈলক্ষণ্য সম্পাদিত হয় না। পঞ্চম স্নায়ুদ্বারা তাইরিসের চৈতন্য সম্পাদিত হয়। এইমায়ুর গতিদ ক্রিয় কেবল নিম্নলিখিত কার্য দ্বারা স্পষ্ট বুঝাইতে পারে, যে, যদি উহ। উত্তেজিত হয়, তবে ঐ উত্তেজন গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন হইতে প্রতিফলিত হইয়া আইসে। এই কারণে চক্ষুর গতিদন্নায়ু ( তৃতীয়স্নণয় ) এবং সমবেদনমায়ু সকল বিভাজিত হইলেও কনীনিকণর সঙ্কোচনশক্তির বিনাশ হয় না | f căşai (RETINA.) রেটনাকে বাঙ্গালাগায় লুতান্তরশিল্পী কহে। রেটিন। বাস্তবিক স্বায়ু-নিৰ্মাণমাত্র। উহ। চক্ষুর পশ্চাদ্বতী সমুদ্রণয় অভ্যন্তর প্রদেশের উপরিভাগে ব্যাপ্ত হইয়। আছে; এবং অপটিক্ ডিস্ক হইতে ক্রমশঃ অগ্নবর্ত্তী হইয়। আরাসিরেট। পর্য্যন্ত বিস্তুত হইতেছে। উহার পশ্চাদ্ভাগ কেশরইডের ষটকোণ-কোষ সকলের সহিত মিলিত আছে; এবং অভ্যন্তরভাগে উহ। মিম্বেণ। লিমিটশনস দ্বারা হয়েলোইডু হইতে পৃথগভূত। রেটিনার রক্তবহু-নাড়ীগণ আর্টেরিয়া সেন্টু লিস্ রেটিনি (Arteria Centralis Retinae ) অর্থাৎ রেটিনার মধ্যবর্তী ধমনী হইতে উৎপন্ন হইতেছে। উগ_ল্যামিন ক্রিব্রোসার মধ্য দিয়া চক্ষুরভ্যন্তরে প্রবেশ করত, ক্রমশঃ অপটিক্ ডিস্ক ভেদ করিয়। চতুর্দিকে শাখ। বিস্তার কfরতেছে। যাহ। হউক্ল, উহার এইরূপে তপটিক্ ডিস্ক পরিত্যাগ করিয়াই দুই প্রধান পুক্ষে বিভক্ত হইয়াছে। একটা উৰ্দ্ধগামী; অপরটা অধোগামী। এই সকল রক্তবর্ণ-নাড়ী প্রথমতঃ মিন্ত্রেণ লিমিটান্সের অব্যবহিত নিম্নভাগে অবস্থান করে; কিন্তু পরিশেষে উহার রেটিনার স্নায়ুর ভূতপদার্থে মগ্ন হইয়া, অল্পসংখ্যক কোমল কৈশিকমণ্ডলে পরিণত হইয়। পড়ে। শিরাসকল বৃত্তাকারে অরাসিরেটার চতুস্পার্শ্বে আরব্ধ হইয়। ক্রমসঙ্কীর্ণ বা বিন্দুয়ুখ ভাবে ( Converging) সকলে একত্রে মিলিয়া
- Vide Donders on “ Accommodation and Refaction;" published by the New Sydenham Society, p. 579. .581 .f Id. p -یے