পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুর শারীরতত্ত্ব। )చి ভিলাসেক্টালিস রেটিনিতে নিঃশেষিত হইতেছে। এই শেষোক্ত শির অপটিক ডিস্কের কেন্দ্র অতিক্রম করতঃ চক্ষুর বহির্ভাগে উপনীত হয়। কেহ২ অনুমান করেন যে, আটিপাকডিস্ক স্বতন্ত্র কোন আকর বা উৎপত্তি স্থান হইতে উছার রক্তবহণ-নাড়ী সকল প্রাপ্ত হইতেছে। এই রক্তবহণ-নাড়ীমধ্যে কতকগুলি শপথ পায়েমেটার ( Piamater ) হইতে म-नि-वiञ्जूव কায়েজম। (Chiasma ) পর্য্যন্ত বিস্তুত নাড়ী হইতে, ও তার একটা শাখা মিডলসেরিব্র্যাল ( Middle cerebral) হইতে অপটিক্‌ ট্যাক্টস পর্য্যন্ত প্রধাবিত নাড়ী হইতে উৎপন্ন হইতেছে অণর কতকগুলি শাখা কোরইড-প্লেক্সস হইতে উৎপন্ন ক্ষুদ্রং রক্তবহণ-নাড়ী মাৱ। আরও, এরূপ কথিত আছে, যে, পায়েমেটণর হইতে উৎপন্ন অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখাসমূহ দ্বারা অপটিক ট্রাই হইতে অপটিক প্যাপিল৷ পর্য্যন্ত জণলবৎ একটা রক্তবহা-নাড়ীবিধান অখণ্ডিত ভাবে ব্যাপ্ত হইয়। রছিয়াছে; এবং প্যাপিল, নিজ পোষণার্থ কেবল রেটিনার কৈন্দ্রিকধমনীর (Central Artery ) উপর নির্ভর না করিয়া, এই স্থান হইতেই রক্ত গ্রহণ করিতেছে। এই নিয়ম বিধিবদ্ধ থাকায়, কি রূপে মস্তিষ্ক-রক্ত পরিচালনের ব্যতিক্রম, রেটিনার কৈন্দ্রিক রক্তবহা-ন ড্রীগণকে পীড়িত না করিয়ী দর্শন-স্বায়ুর প্যাপিল। পর্য্যন্ত বিস্তৃত হইতে পারে, এবং কি রূপেই ব৷ এই প্যাসিলা তৎপরিপোষক রক্তবহুণ-নাড়ীগণের পীড়ণদ্বার বিরুত হইয়া সম্পূর্ণ শ্বেতবর্ণ ( যাঙ্গকে য়্যাট্রোফি বা হ্রাস কুহে) হইয় উঠে, তাহ আমরা অনায়াসেই বুঝিতে পারি। আর উপযুক্তি উৎপত্তি স্থান হইতে রক্ত সমাগমন করে বলিয়া, আমরা প্যাপিলার গোলাপ পুষ্পের ন্যায় বর্ণ দেখিতে পাই। অপরন্ত অপটিক্‌ প্যাপিলার রক্তবহণ-নাড়ীগ। সেরিব্র্যাল বা মস্তকের রক্তবহণ-নাড়ীগণের প্রবর্দ্ধনমাত্র; সুতরাং তাহদের অবস্থা দেখিয়া সেরিব্র্যাল রক্তবহানাড়ীগণের রক্তের পর্য্যাপ্তত। ( Repletion ) বা অম্পতার ( Anaemia) পরিমাণ তানায়াসেই উপলব্ধি হইয়। থাকে *। © zuffrè=ri fesfèHI ( MaccLA LUTEA. ) দৃষ্ট-মেৰু রেটিনার যে স্থলে অবস্থান করিতেছে, ঠিক সেই স্থানে গাঢ় পীতবর্ণ যে স্থান,দেখিতে পাওয়া যায়, তাহকে ম্যাকিউল লিউটিয়া কহে। উহ। দর্শন স্বযুর প্রবেশদ্বারের (অপটিক্‌ ডিস্ক ) বহিঃপার্শ্বে প্রায় ই ইঞ্চ অন্তরে অবস্থিত। উহার কেন্দ্রস্থলে, যে আতি ক্ষত্র নিম্ন স্থান দেখিতে পাওয়া যায়, তাহাকে ফোভিয়া সেন্টালিস ( Fovea centralis ) “Etude Opthalmoscopique sur les Alterations du Ncrf optiq: par X. Galczowski, p. 33,_Paris, 1866. -