পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 চক্ষুর শারীরতত্ত্ব | কহে। রেটিনার রক্তবহা-নাড়ীগণ এই স্থানের উৰ্দ্ধাধোদেশে ধনুকাকারে বক্র হুইয়া আছে; কিন্তু কখন উহার উপর দিয়া গমন করে না। সে যাহাহউক, রেটিনার মধ্যে ম্যাকিউল। লিউটিয়াই সর্ব্বাপেক্ষ চৈতন্যদণয়ক স্থল। A Q পুর্ব্বেই উল্লিখিত হইয়াছে, যে, দর্শন-স্বায়ুর সৌত্রিক আবরণ দ্বিস্তরে বিভক্ত। বাহ্যস্তর স্কারোটিকের মধ্য ও পশ্চাৎ দুইস্তরের সহিত মিলিত হইয়া, তাহাদিগকে বলিষ্ঠ করিতেছে। অণভ্যন্তরিকস্তর, স্থারোটিকের যে অংশ চক্ষুর অভ্যন্তরদিকে ন্যস্ত আছে, সেই দিকে ক্রমশঃ অগ্রসর হইয়া, পরিশেষে স্কুরোটিকের আভ্যন্তরিকত্তরের সহিত মিলিত হইতেছে। এই কারণেই স্কারোটিকের চক্ষুসবিবরে ( Optic Foramen ) অলপ ব। অধিক পরিমাণে প্রবৰ্দ্ধিত প্রান্ত অনুভূত হইয় থাকে। এই প্রান্তে কেণরইডের পশ্চাদিগস্থ দ্বারপ্রান্ত, ফিলামেন্টস টিমুদ্বার সংলগ্ন আছে। স্থেরাল ওপনিং ( Scleral opening ) দর্শন-স্বায়ুর অগ্রবর্তী ংশ দ্বারা পরিপুরিত। یه. =Utf=[] f-FUgfeil (LAMINA CRIBRosA. ) দর্শন-স্নায়ুর আবরণস্তর হইতে প্রবৰ্দ্ধন নির্গত হইয়া, ল্যাদিন ক্রি:ব্রাজ। নির্মিত হইয়াছে। উহা স্কুরোটিক হইতে বহির্গত স্বত্রসকল ও রেটিনার চৈন্দ্রিক ধমনীকোষ হইতে উদ্ভূত ভৌতিকস্থিতিস্থাপক পদার্থবিনির্মিত ডাল দ্বার দৃঢ়রূপে সম্বদ্ধ আছে। লেনুসের সস্পেনসরি লিগামেণ্ট। THE SUSPENSORY LIGAMENT OF THE LENS. লেনসের সস্পেনসরি লিগামেন্ট যশহণকে জেশানউল অব জ্বিন - (Zonula of Zinn) কহে, তাহণ কোরইড় মধ্যস্থ ষটকেণ-কোষ সকলের অন্তবর্তী স্বত্রময়-কেীষিকবিধান মাত্র। উহ। তারাসিরেট হইতে ক্রমশঃ অগ্রবর্তী হইয়। সিলিয়ারি প্রোসেসের সঙ্গে সঙ্গে গমন করতঃ লেন্সের প্রান্তদেশে মগ্ন ও পরিশেষে লেন্সের অগ্রপুটোপরি মিলিত হইতেছে। সসপেনসরি লিগামেন্ট লেন্সে প্রবেশ করিবার সময়, সিলিয়ারি-দেহকে পরিত্যাগ করিয়া কেনাল অব পিটিটের অগ্রপ্রাচীর নির্মাণ করে। এই পিটিটের বিষয় সত্বরেই বর্ণিত হইতেছে। zft Treffe g (HYALord.) BBBBSDDk BB BBBB BBS BBBYBBB BBB BBBS পদার্থ নিহিত আছে। উছা অতিশয় কোমল ও ক্ষণভঙ্গুর, এবং সন্মুখদিকে অরাসিরেট। পর্য্যন্ত মিন্ত্রেণ লিমিটান্সের সতি গাঢ় সম্বদ্ধ।