পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏕᎭ চক্ষুর অবস্থান-কৌশল 10 অর্বিকিউলারিস পেশী এবং টার্সসের মধ্যগত সংযোজক দিল্লীর . রক্তবহণ-নাড়ী সকল; 11 ও তদন্তর্ব্বত্তী স্বায়ু সকল। 12 মিবোমিয়ান গ্রন্থি সকলের লেবুল-ই (Lobuli ) 13 মিবোমিয়ান গ্রন্থি সকলের পরিসমাপ্তি। 14 একটা সমীপবর্ত্তী মিবোমিয়ান গ্রন্থির বিভাগ। 15 নিৰেণিয়ন গ্রন্থি সকলের সীমাবর্তী টাসসের সর্ব্বোঙ্গ ভাগস্থ zxti fäfoeft (Adipose tissue ) 16 টার্সসের উদ্ধদেশে মগ্ন স্থিতিস্থাপক ঝিল্লী। IT উপযুক্তি স্থিতিস্থাপক ঝিল্লীতে নিঃশেষিত উৎকৃষ্ট লিভেটর প্যাম্পিত্রি পেশী। 18 শ্লৈম্মিক ঝিল্লীর প্যাপিল। সকল। 19 মিবোমিয়ান ফলিকলের নির্গমন-প্রণালী-মুখ। 20 অনাৱত তাক্ষিপুট প্রান্তের নিকটবর্তী ক্ষুদ্র২ লোমের গ্রন্থিসকল। 21 অর্বিকিউলারিসের পুটাংশ। 22 পক্ষসমষ্টি। 23 একটা ফলিকলে দুইটা পক্ষ। 24 পক্ষ সমষ্টির মেদাত্মক গ্রন্থি সকল। 25 অক্ষিপুটের অনাৱত প্রান্ত চর্ম্ম। চক্ষুর অবস্থান-কৌশল। চক্ষুর অবস্থান-কৌশল অর্থাৎ যে কৌশল দ্বারা বিভিন্ন দূরস্থিত বস্তু সকল হইতে বহুতর আলোকরশ্মি প্রতি কলিত ও আনীত হুইয়া, চক্ষুর রেটিনায় পরস্পর এক বিন্দুতে মিলিত হয়, তদ্বিষয়ক ভকবিতর্ক বহুকালীবধি চলিয়। অসিতেছে; এবং অধুনাও তাহার কোন স্থির সিদ্ধান্ত হয় নাই। তবে, ইদুনীেন্তন বহুসংখ্যক লোকে এতদান্দোলনে মনোযোগী হওয়ায়, আমরাও তদান্দোলনে কিঞ্চিৎ প্রবৃত্ত হইতেছি। নিকটস্থ বস্তু হইতে আলোক তানীত হইলে, তদুপযোগী চক্ষুর মুকুরাগ্রদেশের মুজিত। যে প্রবৰ্দ্ধিত হইয় থাকে, এস্থলে প্রথমতঃ তদ্বিষয়ক আলোচনা করাই পরামর্শ সিদ্ধ বোধ হইতেছে। ইহা স্পষ্টই প্রতীয়মান হইতেছে, যে, এই মুজিতার বৃদ্ধি বা চক্ষুর ডায়পটিক মিডিয়া (Dioptric media) বা দৃষ্টপগে* তক্রপ অন্য কোন পরিবর্তন অবশ্যই ঘটিয়া থাকে, SSBBBB BSS BBB BBB BB BYDS B BSBBB BBBS BBBS গকে কোন বস্তু দর্শনে সাহায্য-প্রদান করে, তাহাকে ডায়পষ্ট, মিডিয়া (Dioptric fuedia ) qi সৃষ্টিপথ কহে।