পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ● চক্ষুর অবস্থান-কৌশল। কিম্বা ভিটিয়স হইতে প্রতিবিম্বিত হইয়া উৎপাদিত হয়। ডাক্তর হেলম হোলটজ সাহেব এই সুপরিজ্ঞীত বিষয়েয় সত্যতা প্রমাণীকৃত করিয়াছেন। তিনি স্বকীয় অক্ষিবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করিয়া, তদ্বার ভিন্ন২ অবস্থাক্রান্ত উক্ত প্রতিফলিত মূর্ত্তির দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ করিতে সমর্থ হইয়াছিলেন। তিনি অীরও দেখিয়াছিলেন যে, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার্থি-ব্যক্তির চক্ষু কোন নির্দিষ্ট দূরবস্তু-দর্শনোপযোগী হইয়া স্থির ভাবে থাকে, ততক্ষণ পর্য্যন্ত উছাতে উক্ত আলোকশিখরে তিন প্রকার প্রতিকৃতি, আকারে কোন প্রকার পরিবর্জিত না হুইয়া, সমভাবে অবস্থান করে। কিন্তু যখন চক্ষুর এই অবস্থfন-কৌশল পরিবর্তিত হয়, এবং কোন নিকটস্থ বস্তু দর্শনোপযোগী হয়,তখন অক্ষি-মুকুরের অগ্রপ্রদেশের উপরিভাগ হইতে যে মূর্ত্তি প্রতিফলিত হইয় থাকে, তাহ পরিমাণে বৰ্দ্ধিত হয়। অবশিষ্ট দুইটা মূর্ত্তির আকৃতি বিষয়ে কোন পরিবর্তন ঘটেন। অতএব ইহা স্পষ্টই প্রমাণীরুত হইতেছে, যে, দর্শনোপযোগী পদার্থের घूम्लङ्ग e নৈকট্যানুসারে চক্ষুর অবস্থান-কৌশলের পরিবর্তন হওয়ায়, অক্ষিমুকুরের অগ্র-প্রদেশের মুজিতা বৰ্দ্ধিত হয়। সুতরাং তদ্বারা উক্ত মুকুরের অগ্রদেশ স্ফীত হওয়ায, উহার গভীরতারও বৃদ্ধি হয়। অক্ষি-মুকুরের মুক্ত ভার এইরূপ বৰ্দ্ধিত হইবীর শক্তি থাকায়, নিকটস্থ পদার্থ হইতে ক্রমৰিকীর্ণ আলোক-রশ্মি ও দূরস্থ পদার্থ হইতে সমান্তর আলোক-রশ্মি তানীত হইয়া, ঠিক একই স্থানে, এক ভাৰে মিলিত হইতে পারে; অথচ ভদ্বারা উপযুক্তি কোনরূপ পরিবর্তন ঘটেনা। এই বিষয় গণিত শাস্ত্রে স্পষ্ট প্রমীণীকৃত ও উদাহৃত হইয়াছে। দূরস্থ কোন বস্তু দর্শনোপযোগী হইলে, অক্ষিমুকুর স্থিরভাবে অবস্থান করে। কিন্তু, যখন নিকটস্থ বস্তুর প্রতি দৃষ্টি পাতিত হয়, কেবল তখনই চক্ষুর উক্ত অবস্থানকৌশলের পরিবর্তন ঘটয় থাকে। Z বিভিন্ন দূরস্থিত বস্তু দর্শন করতে চক্ষুর উপযোগিতার যে ২ বিভিন্ন পরিবর্তন ঘটিয়া থাকে, ভtহ নানারূপে প্রমাণীকৃত হইয়া, পরিশেষে উপরি উক্ত সিদ্ধান্তে পরিণত হইযtছে। এস্থানে সেই সিদ্ধান্তই আমাদের বর্ণনীয় বিষয়ের যথেষ্ট উপযোগী। চক্ষুর দর্শনোপযোগিতা আমাদের ইচ্ছার সম্পূর্ণ অধীন। আমরা ইচ্ছ। বরিলেই উহাকে উপযুক্ত অবস্থাতে স্থায়ী রাখিতে পারি। যেমন, প্রসাzz5 celift ( Extensor muscle ) wTinttwy &vErf3 ज्राष्ट्रदर्डौं হইয়। মুদিত হস্তকে প্রসারিত করে, তদ্রুপ যখন আমরা কোন নিকটস্থ বস্তু দর্শন করি, তখন পূর্ব্বেক্ত প্রকারে অক্ষি-মুকুরের আকৃতির পরিবর্তন ঘটিয়া • থাকে। বtলকদিগের পক্ষে, এই প্রক্রিয় বিচল ও অনিশ্চিতপ্রকৃতিক বলিয়া উহ! সুমাধ্য হওয়া সম্যক সুকর নহে। কারণ, এই বিষয় চক্ষর উপযোগি