পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 চক্ষুর অবস্থান-কৌশল। বাহন্ত সংস্পর্শে এই কোষ ছিন্ন হুইস যায় বলিয়। উছাদিগকে বিস্তুত ও ক্রকচ প্রান্তাকার বোধ হয়। প্রত্যেক স্বত্রই দুই প্রান্তদিকে সমধিকঘন ও কঠিন। উছার মধ্যস্থান বিস্তুত ও কোমল বলিয়া, তাহ সহজেই অবস্থান্তরিত হইয়। বিনষ্ট হইতে পারে; সুতরাং তজ্জন্য সীমান্য তাঘাতেই উক্ত মধ্যস্থান বিস্তৃত ও ক্রকচ প্রান্তাকার দৃষ্ট হয়। কিন্তু উছাদের উভয় প্রান্ত বিশুদ্ধ ও সরল স্বত্র এবং কৃষ্ণবর্ণ রেখা দ্বারা সীমাবদ্ধ। আর দেখিলে বোধ হয়, যে উছাত্নে উৰ্দ্ধtধঃ ও পরিপার্শ্ব লম্বমান স্বত্র সকল অবস্থান করিতেছে। এক্ষণে যদি এই সকল স্থত্রের সরলপ্রান্ত দূরবীক্ষণ যন্ত্র দ্বার। দেখা যায়; এবং স্ক ঘুরাইয়া હો যন্ত্রের অজেই গ্ন্যাস ( Object glass) খানি যন্ত্রে প্রতিচাপিত করা যায়, ভtহা হইলে ঐ সকল স্বত্রের সীম। উন্মুক্ত হয। উহার মধ্যস্থল অদৃশ্য হইয়। যায়, কেবল বিস্তুত ও ক্রকচ প্রান্তবখ দৃষ্ট হইয়া থাকে। ইহা বোধ হগ, যে উহীরা স্থিতিস্থাপক পদার্থ এবং সমজাতীয় কোষ দ্বার। আtংত। তন্নিমিত্তই যখন উহ। এই কোষচু্যত হয়, তখন বিস্তুত ও ক্র কচ প্রান্তবৎ বোধ হয়। - লেন্স ঐ সকল স্থত্রের স্তর দ্বারা নির্মিত। মিষ্টার বেমান সাহেব বলেন যে, পলণ্ড, যেরূপ ক্রম-স্তর দ্বারা সংঘটিত, লেন্সও তদ্রুপ ক্রমশঃ স্তর দ্বারা সংঘটিত। এই নিমিত্ত লেন্স ও স্বৈরপেশীর মধ্যে এই প্রভেদ, যে, স্বৈরপেশীর আদিম স্বত্রসকল স্তরণকারে পরিণত বোধ হয়। লেন্সের কোষ মধ্যে আমি অনেক স্বায়ু দেখিয়াছি; সুতরাং এমত বোধ হয় না যে, তাহীর লেন্সের অভ্যন্তরে প্রবিষ্ট হয় নাই। লেন্সের কোষের অন্তরদিগস্থ বৈfজক-পদার্থ বা বীজাণু সকল ( Germinal matter ) লেন্স নির্মাণের সম্পূর্ণ উপযোগী বোধ হয়। আমি তযুতি লেন্সের সমুদায় অভ্যন্তরে বীজণ সকল ইতস্ততঃ বিস্তীর্ণ থাকিতে দেখিয়াছি, সুতরাং রেখায়িত স্বত্র সকলে ( Striped muscle } এমত কোন উপাদান নাই, যlছ। লেন্সে দৃষ্ট হ্য় তবে উহাতে রক্তবহ-নাড়ী এবং সংশে স্নক BBBB BB S BBBBS BBBS BBB BBBB BB SBBS BBB B হইতে পারিত না বলিয়া, উহার লেন্সের অন্তর্ধিষ্ট হইতে পারে নাই। আরে, উক্ত রক্তবহ!-নাড়ী এবং সংযোজক ঝিল্লী স্বৈরপেশীর কোন প্রকৃত অংশ নির্মাণ করে না। এক্ষণে যদি এইরূপ হইল, এবং লেন্স স্বৈর প্রকৃত্তির অনুবর্তী হইয়া ঠিক উক্ত পেশীর ন্যায় সঙ্কচিত ও প্রসারিত হয়, ইহ যদি প্রমাণীরুত হইয়। থাকে, তবে ইহ স্পষ্টই প্রতীয়মান হইতেছে, যে এইসকল পরিবর্তন স্বৈরপেশীর অন্তর্বর্তী শক্তি সদৃশ লেন্সের অন্তবর্তী কোন বিশেষ শক্তিদ্বার ঘাটয় থাকে। সিলিয়ারি পেশী কথচ ই অক্ষিকৌশলের এই অবস্থান পরিবর্তনের বলবৎ কারণ হইতে পারে না।