পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই৬ চক্ষু পরীক্ষা করিবার রীতি। দ্বয়কে উন্নীলিত কর। অপেক্ষ।. এই উপায় সমধিক শ্রেয়ঃ। কর্ণিয় ক্ষত বিশিষ্ট হইলে, এই কঠোর প্রাচীন প্রক্রিয়াদ্বারা তাহ উচ্ছিন্ন হইয়। সম্পূর্ণ বিপদ ঘটতে পারে। বালকদিগের পক্ষে এইরূপ আলোকতিশয্য ঘটিলে, প্রায়ই দেখা যায়, যে, উহাদিগের কর্ণিয়ায় ক্ষত হইয়াছে। অতএব স্পষ্ট বুঝা যাইতেছে, যে, যদি আমরা রোগীর চক্ষুরবস্থা বিশেষরূপ পরিজ্ঞাত হইতে না পারি, তবে কলবিলম্ব না করিয়া, উহাকে ক্লেরোফর্মের. অধীনে আনিয়। এতদূর অচৈতন্য করা আবশ্যক, যাহাতে উহার চক্ষুর অভ্যন্তরস্থ সমুদণয় অবস্থা বিশেষরূপে পরীক্ষিত হইতে পারে। অপিচ, স্বেচ্ছা প্রতিফুলে মুদিত? রোগীর অক্ষিপুটকে বলপুর্ব্বক উল্মীলিত করা কদাচ বৈধ নহে। বিশেষতঃ প্রথম দর্শনে, উহা যে কোনমতেই প্রয়োজ্য হইতে পারে ন!, ইহা বল। বাহুল্য মাত্র। একটা চক্ষু পীড়িত হুইলে, অপর সুস্থ-চক্ষুর সহিত তাহার অবস্থা তুলনা করা আবশ্যক। আইরিসের বর্ণ ও উজ্জ্বলতার কোন পরিবর্তন সামান্য বলিয়া গণ্য হইতে পারে না; উচ্ছ। পরীক্ষণ করিবণর সময়ে প্রণয়ই প্রতীয়মান হুইয়। থাকে। আর এই তুলনায়, কীর্ণয়ার যৎকিঞ্চিৎ অস্বীভণবিক উন্নত ও প্রসারিত অবস্থণ ঘটিলে, এবং পৈশিকযন্ত্র ও অক্ষিগোলকের আবর্ত্তনসম্বন্ধে বিশৃঙ্খলত হইলে, তাহাও প্রতীয়মান হয়। তির্য্যক্-দৃষ্টিমান ( Stralismometer ) নামক যে যন্ত্রের আবিষ্কণর হইয়াছে, জাহাতে কোন বিশেষস্থলে কতদূর দ্বিদৃষ্টি বা তির্য্যদষ্টি (টের ) হইয়াছে, তাহার পরিমাণ নির্ণয় করিতে পারা যায়। উক্ত। বহুতর সমান্তর রেখাঙ্কিত এবং এরূপে নির্মিত হইয়াছে, যে, নিম্নাক্ষি-পুটের উপরিভাগে ঠিক সংস্থাপিত হইতে পারে। সাধারণ চক্ষুতে যখন সম্মখদিগে ঠিক ঋজুভাগে দৃষ্টি নিক্ষেপ করা যায়, তখন কনিনীক হইতে একটা লম্বরেখা পাতিত করিলে, তাহ উক্ত হন্ত্রের ঠিক্‌ কেন্দ্রস্থলে অগসিয়। উপনীত হয়। কিন্তু, যখন দৃষ্টি নাসাপার্শ্বস্থ অপশঙ্গ কিম্ব কর্ণাভিমুখস্থ অপাঙ্গলিকে বক্র থাকে, তখন কনীনকার কেন্দ্র উক্ত যন্ত্রের কেন্দ্রাপেক্ষ এক বা তদধিক মানরেখা অন্তরে, নাসিক। কিম্ব কর্ণদিকে উপনীত হয়। সুতরাং উক্ত যন্ত্রের সমান্তর রেথাসমূহ দ্বারা দৃষ্টির এই বক্রতা অনায়াসেই পরিমাণ কর। যাইতে পারে। রোগীকে সন্মখদিকে বেলন দূরবস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতে দিলেও ঐরূপ ঘটনা উপলদ্ধি হয়। রোগীর বক্র-চক্ষর উৰ্দ্ধাক্ষিপুটে, ঠিক্‌ কনীনিকার কেন্দ্রের বিপরীতে, একটী চিন্ধু সংস্থাপন করিতে হয়। পরে সুস্থ চক্ষু মুদিত করিয়া, বক্র-চক্ষু দ্বারা উক্ত দূরপদার্থ নিরীক্ষণ করিতে হয়; .ইহঁীত বক্র-চক্ষ ভণহণর স্বাভাবিক স্থান হইতে অপস্থত হইয়া পড়ে। এই সময়ে, যদি তার একটা চিত্ন উক্ত কনীনিকণর নিম্নে তক্ষিপুটে সংস্থা