পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հեր চক্ষু পরীক্ষা করিবার রীতি। ভিন্ন ভিন্ন অবস্থাতে, কনীনিকণর পরিমাণ নিৰ্মাণার্থে কনীনিকা-মান ( Pupillometer ) * বা পিউপিলোমিটার নামক যন্ত্র প্রস্তুত হইয়াছে। ইহাতে ডিগ্রিমান রেখাঙ্কিত একটা সমতল দণ্ডে, আর দুইট লম্বদণ্ড সংলগ্ন আছে। তাহার একটা স্থিরভাব থাকে, অপরটা একটা স্তু (পেচ) দ্বারা চালিত হয়। স্থির লম্বদণ্ডের পাশ্ব কৰ্মীনিকার অভ্যন্তর পাশ্বের সস্থিত একরেখায় রাথিয়া, ও ক্রমশঃ স্তু ঘুরাইয়া, গতিশীল লম্বদণ্ডের পাশ্বকে কনীfকণর বাহ পাশ্বের সহিত ঠিক এক রেখায় রাখিলে, তদন্তবর্ত্তী ব্যবধান কনীনিকণর ব্যাসরেখ বলিয়। নিদিষ্ট হয়। অক্ষিপুট এবং অশ্রুযন্ত্র ( ল্যাক্রিম্যালয়্যাপারেটস্)—চক্ষুর মধ্যে উদ্ধাক্ষিপুটের নিম্নদেশে কোন কোন বাহপদার্থ অবৰুদ্ধ হইতে, প্রণয় সচরাচর দেখা গিয় থাকে; এবং উহাকে দেখিবার নিমিত্ত উক্ত পুটকে উল্‌টাইতেও হয়। পরীক্ষক এক হস্ত দ্বারা ইস্পাতের একটী প্রেণব বা তদ্রুপ অগ্রবিশিষ্ট কঠিন কেশন শলাকণ অক্ষিপুটের উপরিভাগে পুটোপস্থির একরেখায়, বা অক্ষিপুটের অনাৱত প্রান্তভাগের ই ইঞ্চ অন্তরে অনড়ভাবে রাথিয়া, অপর হস্তদ্বণর কতকগুলি দৃঢ়-মূল বৃহত্তর পক্ষম ধরিয়া, অশস্তে২ সমুখদিকে কিঞ্চিৎ উত্তোলন করত:, উক্ত প্রোবের উপরিভাগে ঘুরাইয়ী অক্ষিপুট উলটাইবেন। পরে যদি রোগী নিম্ন-দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তাহ হইলে সমুদণয় প্যাম্পিত্র্যাল কমজংটণইভণকে বিলক্ষণরূপে পরীক্ষণ করা যাইতে পারে। চক্ষু হইতে নাসিকণতে অশ্রু নির্গত হইবার যে সকল প্রণালী আছে, তাহণদের অবস্থা পরিজ্ঞাত হওয়া অত্যাবশ্যক। কারণ, দেখা যাইতেছে যে, উহার প্রতিৰুদ্ধ হইলে, অশ্রু নির্দিষ্ট প্রণালী দিয়া বহির্গত হইতে ন পারিয়া, চক্ষুর নাসাপাশ্বাস্থ অপাঙ্গ দেশে একত্র সংযত হয়; পরে তথ। হইতে উচ্ছলিত হইয়। গণ্ডদেশ দিয়া প্রবণস্থিত হইয়া পড়ে। এই সমস্ত অবস্থায়, নিম্ন লিখিত কণরণাবলী দ্বশরা উক্ত প্রতিরোধের অবস্থান সম্বন্ধে যৎকিঞ্চিৎ জানলাভ করা যাইতে পারে। যদি পংটা এবং ক্যানালিকিউলি ( Canaliculi ) বা অশ্রীপ্রণালী সুস্থ থাকে, তবে ল্যাক্রিম্যাল স্যাকের ( আগ্রন্থলি ) উপরিভাগে অগস্তে ২ প্রতিচাপ দিলে, পংটা হইতে স্বপ বিন্দুমাত্র জল নির্গত হুইয়া আইসে। কিন্তু এই সকল সচ্ছিত্র নির্ম্মাণকে অবৰুদ্ধ বা অগম্য মনে করিলে, উহা হইতে কখনই জল উদীর্ণ হইয়। অপসিতে পারিত না। অতএব, যদি অবিরত অশ্র প্রবাহিত হইতে থাকে, এবং যদি অর্বিকিউলারিস্থ পেশীর কণ্ডরর নীচে প্রতিচাপ দিলে, একৰিন্দু م صعم۔- —————ساس-~ ————— سلامیہ سہ م۔

  • “A Handy-Book of Ophthalmic Surgery,” J. Z. Laurence, p. 4.