পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিবীক্ষণ-যন্ত্র। 8S অক্ষিবীক্ষণ-যন্ত্রের উৎকৃষ্টতাপকৃষ্টত। —— সচরাচর ব্যবহারের নিমিত্ত, কোকুসিয়স সাহেবের আবিষ্কৃত অক্ষিবীক্ষণ যন্ত্র অন্যান্যাপেক্ষ অধিকতর অনুমোদনীয়। উছাতে উভয়বিধ প্রণালী দ্বারাই পরীক্ষা হইতে পারে। ইহা আরুতিতে লিব্রিচু সাহেবের তক্ষিবীক্ষণ হুইতে বৃহৎ; কিন্তু র্যাহারা লিব্রিচ সাহেবের আশ্চর্য্যজনক ক্ষুদ্র অক্ষিবীক্ষণ ব্যবহার করিতে অভ্যাস করিয়াছেন, তাহীদের পক্ষে তাহা পরিবর্ত্তন করিয়া, অন্য অক্ষিবীক্ষণ ব্যবহার করা কখনই বৈধ হয় না। সুস্থ চক্ষু হইতে পীড়িত চক্ষর প্রভেদ অভ্রান্তরূপে জ্ঞান থাকিলে, আমরা যথার্থরূপে পীড়ণ নির্ণয় করিতে সমর্থ হই; সুতরাং যাহারা লিব্রিচ্ছ সাহেবের অক্ষিবীক্ষণ ব্যবহার করিয়া, চক্ষুর প্রত্যেক অংশের একরূপ পরিমাণ ও আকৃতি নির্ণয় করিয়া স্মরণ রণথিয়াছেন, তাহীদের পক্ষে অন্য অক্ষিবীক্ষণ ব্যবহার করিলে, চক্ষু উত্তমরূপে পরীক্ষিত হইতে পারে না। কারণ, তাহাতে উক্ত অংশ সকলের অভ্যন্তরস্থ অীকৃতিগুলি তণহার স্মৃতিপথে উদিত হয়, অথচ এই পরিবর্তনে তিনি ত দ্রুপ আকৃতি দেখিতে পান না; সুতরাং ভয়ানক গোলমাল উপস্থিত হুইয়া, তাহাকে চক্ষ পরীক্ষণ করিতে ব্যস্থাত প্রদান করিয়া থাকে। লিব্রিহ্ম সাহেবের অক্ষিীক্ষণ যন্ত্রে একথানি গোলাকার, মন্থণ ও উজ্জ্বল, রৌপ্য নির্ম্মিত নু্যজ দর্পণ আছে। এই দর্পণের বিন্দুমিলনের বা রশ্মিকেন্দ্রের দৈর্ঘ্য প্রায় ৪ ইঞ্চ। উহীর মধ্যস্থলে, ফলেনের ন্যায় ক্রমসঙ্কীর্ণ এবট ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্য দিয়াই পরীক্ষক রোগীর চক্ষ পরীক্ষা করিয়া থাকেন। এই দর্পণে আবার একখানি অৰ্দ্ধবৃত্তাকার ধাতু সংলগ্ন আছে; তাহাতে যন্ত্রভূণ মধ্যস্থ কতকগুলি কাচ খণ্ডের প্রত্যেক খণ্ডই সংলগ্ন হইতে পারে, ও উক্ত যন্ত্রের পশ্চাদ্ভাগে অবস্থিত হইতেও উপযোগী হয়। রোগীর চক্ষুর সম্মুথে ধরিবার নিমিত্ত, এই যন্ত্র-ভূণে আবার অনেকগুলি অজেই লেন্স আছে। © কতিপয় বৎসর বিগত হইল, একেবারে উভয় চক্ষু দ্বারা অক্ষিীক্ষণ vzām pārtā (Binocular principle ) IzitzG gĘştzş 1 się rzāsā গঠন অত্যন্ত জটিল বলিয়া, হিদ ও মরে সাহেবের এবম্বিধ যন্ত্র দেখিলে, তাহার আকার পরিচিত হওয়া যায়। সচরাচর, যেমন এক চক্ষুর উপযোগী অক্ষিবীক্ষণ দ্বারা পরীক্ষা করিতে হয়, ইহাতেও সেই প্রণালীতে পরীক্ষ। করিতে হয়; কেবল এই মাত্র প্রভেদ, যে ইহাতে পরীক্ষকের উভয়চক্ষু যুগপৎ নিয়োজিত করিতে হয়, এবং পরীক্ষার সময় রোগীর পার্শ্বে আলোক সংস্থাপন না করিয়া, পশ্চাতে এবং তাহার মস্তকের উচ্চতর প্রদেশে সধু স্থাপন করিতে হয়। 15