8टे আক্ষিবীক্ষণ-যন্ত্র। স্বালোক-ময় (Self-illuminating) অক্ষিবীক্ষণ যন্ত্র –৫৭ক্তার লাইওনেল বীল সাহেব এই অক্ষিবীক্ষণ যন্ত্র আবিষ্কার করিয়াছেন। ইহাতে পরস্পরের অভ্যন্তরে চালু পিতলের দুইটী নল আছে। সেই দুই নলের একটা নলের এক পার্শ্বে আলোক,এবং অপরটর একপ্রান্তে অক্ষিকোটরে সংলগ্ন হইবে বলিয়া, একথানি দশৰু সমাযুক্ত আছে। সাধারণ একখানি অক্ষিবীক্ষণ-দৰ্পণ, ও প্রতিফলিত হইতে পারে এরূপ এক খণ্ড কাচ, এই নলের অভ্যন্তরে নিবিষ্ট আছে। অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যেরূপে দেখিতে হয়, ইহা দ্বারাও সেই প্রকারে দেখিতে হয়। দিবালোকে কিম্বা দীপালোকিত গৃহে ইহা দ্বারা দেখিতে হয়। সামান্য অক্ষিবীক্ষণ কর্য্যে যেরূপ অন্ধকার গৃহের প্রয়োজন হয়, ইহাতে যে কোন গৃহে হউক না কেন, দেখিতে পাওয়া যায়। রোগী উপবিষ্টই থাকুক তার দণ্ডশ্যমান থাকুক, সকল অবস্থাতেই ইহা দ্বারা দেখিতে পাওয়া যায়। ইহাতে অতিরিক্ত লেন্সও আছে, তদ্বারা Izitē trītot (Otoscope) asTIFtøt ( Endoscope) age =īrifwr ("piot (Laryngscope) fR*íftels șĘTS otttz, 1* এই উৎকৃষ্টতাপরুষ্টত। দ্বারা অক্ষিবীক্ষণ যন্ত্র মনোনীত করিয়া, কিরূপ আলোক ব্যবহার করিলে পরীক্ষার সুবিধাও উপযোগী হয়, এক্ষণে তদনুসন্ধান করা কর্ত্তব্য। গ্যাসের আলোকের সুবিধা হইলে, উহ। চক্ষু পরীক্ষার নিমিত্ত সর্ব্বাপেক্ষ উত্তম। পরীক্ষার সময় উহার তীক্ষতা সম্পর্ণ উত্তেজিত করিয়া দিয়া, আবির্ভবৎ শিখ উৎপাদিত করিতে হয়। কিন্তু, অনেক স্থলে এই আলোক সুবিধামত পাওয়া যায় না; সুতরাং তত্তৎস্থলে ক্যারোসিন্থ তৈলের আলোক ব্যবহার করিলে অনেক সুবিধা হয। ইহার আলোক অতু্যত্তম; শিখ স্থির, শ্বেতবর্ণ ও পরিষ্কার; এবং ইহার বর্ভিকর্ণও কণটিতে হয় না। অক্ষিবীক্ষণ যন্ত্র দ্বারা চক্ষু পরীক্ষা করিতে হইলেই যে য়্যাটোপাইন ( Atropine ) ব্যবহার করিয়া, কনীনিক প্রসারিত করিতে হয, এমত নহে। কোন প্রকার প্রসারক ঔষধ ব্যবহার না করিলেও, চক্ষুর ফণ্ডসের এক প্রকার সাধারণ দৃশ্য অনুভূত হইতে পারে রোগীর চক্ষু দুরদর্শনোপযোগী করিবার নিমিত্ত, তাহাকে সম্মুখবর্তী গৃহপ্রাচীরে, কোন নির্দিষ্ট বিন্দর প্রতি একদৃষ্টিতে দৃষ্টিপাত করিতে বলা উচিত। এক্ষণে রোগী একটা চক্ষু মুদিত করিলে, অন্য চক্ষুর কর্মীনিক যথেষ্ট বিস্তীর্ণ হইয় পড়ে; সুতরাং তাক্ষিবীক্ষণ যন্ত্র দ্বারা উক্ত চক্ষু বিলক্ষণরূপে পরীক্ষা করা যাইতে পারে। বিশুদ্ধরূপে পরীক্ষণ করিতে হইলে, ১ ঔন্স জলে Dobell's “Reports on the Progress of Medicine” for 1870, p. 508.
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।