পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 डाकिरॊौ क5-यञ्च। রোগী অন্ধ হইলে, এইরূপ প্রকার পরীক্ষণ করা যাইতে পারে না। কারণ, এই অভিপ্রায় সাধনের নিমিত্ত সে অপেক্ষণ মাত্রও অভিপ্রেতদিগtভিমুখে একদৃষ্টিতে চক্ষু নিয়োজিত রাখিতে পারে না। সে যাহাহউক, সর্ব্ব প্রকার পরীক্ষায়, রোগীর মস্তক ঠিক সরলভাবে ও পরীক্ষকের ঠিক সম্মুখদিকে রাখা উচিত। এরূপ ন হইলে, কখনই সুন্দররাপে পরীক্ষণ হয় না। ৬ ঠ, প্রতিকৃতি। পরীক্ষকের যে চক্ষুতে সুবিধা হয়, তিনিসেই চকুতেই অক্ষিবীক্ষণযন্ত্রের মধ্য-ছিদ্র নিয়োজিত করিতে পারেন। আক্ষিবীক্ষণের প্রান্তদেশ তাহণর ভ্রদেশ স্পর্শ করিবেক; তাহতে উপহার মস্তক নড়িলে অক্ষিবীক্ষণ যন্ত্রগু নড়িবেক। পরীক্ষক রোগীর চক্ষুর সম্মুখদেশে একখানি মুকুর অঙ্গুষ্ঠ ও তর্ভুনী অঙ্গুলি দ্বারা তির্য্যকভাবে ধরিবেন, আর অন্যান্য অসুলিগুলি রোগীর ললাটদেশ স্পর্শ করিয়া থাকিবেক। ইহাতে উক্ত মুকুর যত দূরে রাখিলে, রেটিনায় সুন্দর ও স্পষ্ট প্রতিমূর্ত্তি পাওয়া যায়, উহাকে তত দূরে লইয়। যাইতে পারেন; এবং রোগীর চক্ষুনড়িলে, তিনিও উক্ত মুকুর নড়াইতে পারেন। যাহার। এই যন্ত্র ব্যবহার করিতে প্রথম শিখিতেছেন, তাহার রোগীর কীর্ণয় হইতে প্রতিফলিত অক্ষিবীক্ষণ-যন্ত্রের মূর্ত্তি দেখিয়া কিন্তভব্যবিমূঢ় হইতে পারেন। উহা কর্ণিয়ার উপরিভাগে উজ্জ্বল মূর্ত্তি