পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিবীক্ষণ-যন্ত্র॥ 86. স্বরূপ দেখা যায়; এবং তদ্বারা তৎপশ্চাদ্বতী রেটিনার কোন অংশই দৃষ্টিগোচর হয় না। রোগীর চক্ষুলয় মুকুরকে ইতস্ততঃ কিঞ্চিৎ, ঘুরাইলেই, এই প্রতিফলিত মূর্ত্তি তিরোহিত হইয়া যায়, সুতরাং সেই সময়ে রেটিনার প্রতিমূর্ত্তি স্পষ্ট দৃষ্ট হইতে পারে। ছাত্রদিগের পক্ষে, অক্ষিবীক্ষণ যন্ত্র দ্বারা একেবারে চক্ষুপরীক্ষা করিতে সাহস করা অপেক্ষা, অগ্রে উক্ত যন্ত্র এবং তাছার তদ্ব্যবহারোপযোগী ক্ষমতা পরীক্ষণ করা উচিত। এই জন্য, দেওয়ালে কতকগুলি রেখা টানিয়া, ও তৎসম্মুখে বসিয়া একখানি অজেক্ট লেন্স (Object lens) Boz সম্মুখদিকে ধরিবেন। পরিশেষে, অক্ষিীক্ষণ-যন্ত্র সংলগ্ন লেন্সখণনি উক্ত যন্ত্রের পশ্চাতে সংলগ্ন করতঃ দেখিবেন, যে, এই লেন্সদ্ধার তিনি উক্ত রেখাগুলি দেখিতে পান কি না। যদি না পান, তবে সেখানি পরিত্যাগ করতঃ অণর একখানি লেন্স বসাইয়া দেথিবেন। অক্ষিবীক্ষণ যন্ত্রের সঙ্গে ২ অনেকগুলি ঐরূপু লেন্স থাকে। ১০ নং মুজি লেন্স সচরাচর সুস্থচক্ষুতে ব্যবহারোপযোগী হইয় থাকে। পরীক্ষক অদুরদর্শী হইলে, বা অন্য কোন কারণে র্তাহীর দৃষ্টির নূন্যতা থাকিলে, অগ্রে উপহার দৃষ্টিসংশোধক চসম ব্যবহার করিয়া। পরে পরীক্ষোপযুক্ত অক্ষিবীক্ষণের লেন্স ব্যবহার করিতে পারেন। এইরূপে র্তাহার নিজের দৃষ্টি সংশোধিত হইলে, তিনি রোগীর চক্ষু পরীক্ষা করিতে বিলক্ষণ সমর্থ হয়েন। ফলে একবিধ উৰ্দ্ধ শিরঃ মূর্ত্তি ( Virtual erect image ) পরীক্ষা I–পূর্ব্বেই বল। গিষাছে, যে, এইরূপ পরীক্ষায়, পরীক্ষক রোগীর চক্ষুর অতি সন্নিকটে না যাইলে পরীক্ষণ হয় না; এবং যে চক্ষু পরীক্ষা করিতে হইবেক,সেই চক্ষুরদিকে আলোক সংস্থাপন করিতে হয়। এই প্রণালী অপেক্ষ পুর্ব্ববর্তী প্রকৃত অধঃশিরঃ মূর্ত্তি পরীক্ষণ eet유 দ্বারা শিক্ষার্থীর চক্ষুর ফণ্ডসের আকার নির্ণয় করিতে অধিক কষ্ট বোধ করেন না। কিন্তু ইহাতে, পূর্ব প্রণালী অপেক্ষী চক্ষুদ্র ফণ্ডসের অধিক বৃহত্তর দৃশ্য স্পষ্ট দেখিতে পাওয়া যায়; তাহাতে উহাকে অভ্রান্তরূপে পরীক্ষণ করা যাইতে পারে। সন্দেহ-জনক স্থলে, উভয়বিধ পরীক্ষণ করাই শ্রেয়। যেস্থলে রোগীর কনীনিক অপ্রসারিত থাকে, তথায় ডাইরেক্ট মেথড বা সহজ প্রণালী দ্বারা চক্ষু পরীক্ষণ করিলে, যদিও অক্ষিীক্ষণ যন্ত্রের মধ-ছিদ্র সঙ্কীর্ণ করা যায়, তথাপিও চক্ষুর অভ্যন্তরের সমুদায় নিৰ্মাণ বিশেষরূপে পরিজ্ঞাত হওয়া যায়। ভিন্ন স্থান হইতে আলোক প্রতিফলিত করিয়া (Lateral method of illumination) qi of Cosío Pisco রাখিয়া (B}