সুস্থ চক্ষুর আকৃতি। 8) গোলাকার; কিন্তু ব্যক্তিভেদে কখনই ইহার ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায়। অপিচ, কখনই উহাকে উদ্ধ হইতে নিম্নদিকে লম্বিত হইভে দেখা গিয থাকে। কিন্তু, পীড়া ব্যতিরেকে উহ। কখনই একপাশ্ব হইতে অপর পাশ্ব পর্য্যন্ত লম্বিত হয় না। তার, যে কাঁচ খণ্ড দ্বারা উহাকে দেখ। যায়, তাহার বস্তু-বৃহত্তর দেখাইবার ক্ষমতানুসারে উহার আকণর বৰ্দ্ধিত ব। হ্রাস হইতে দেখা যায়। অপরন্তু, উহার বর্ণগত প্রভিন্নতাও আছে। ইউরোপবালিদিগের প্যাপিলার বর্ণ স্বচ্ছ পাংশু-নীল। ভারতবর্ষবাসিদিগের তদপেক্ষ স্বম্প গোলাপী বর্ণ। কিন্তু পীড়। ব্যতিরেকেও এই স্বর্ণের ঘোরত বা বিরলত ঘটিতে পারে। যাহণহউক, অপ্টিক্ ডিস্কের এই বর্ণ ল্যামিন ক্রিত্রেণজণর রক্তবহণ-নাড়ীগণ এবং অপ্টিক্ প্যাপিল। নির্মাপক নার্ভ টিউবিউলস হইতে আলোক প্রতিফলিত হইয়। উৎপাfদত হয়। স্নায়ুর অব্যবহিত সন্নিধ্যবর্ত্তী কোরইডে একরূপ বর্ণ সঞ্চিত হওয়tয, অনেক স্থলে তাক্ষিৰীক্ষণ দ্বারা দেখিলে, উক্ত স্নায়ুর প্রবেশ পথের চতুম্পর্শ্বে অঙ্গরীয় বা উষ্ণী বৎ একটা মণ্ডলাকার কৃষ্ণবর্ণ রেখা मूत्रे इश? কিন্তু ইহীর সংপ্রণfপ্তক কোন অর্থ পাওয়া যায় না। যে স্থলে ল্যামিন। ক্রিব্রোজ। নিঃশেষিত হইতেছে, ঠিক সেই স্থানেই এই স্নায়ু সঙ্কুচিত হুইয়াছে। উহার কেণরইড-ম্যস্থ প্রবেশদ্বার সঙ্কীর্ণ; এবং উহা মূল স্কন্ধকে ( TRUNT: ) কিয়ৎ পরিমাপে চাপিতেছে বলিয়া, সচরাচর উহার প্রবেশ দ্বীরের প্রান্তভাগ দ্বিগুনিত বলিয়। বেণধ হয়।* স্বায়ুর সীমা নির্দেশের নিমিত্ত, লিব্রিছ সাহেব রত গ্রন্থ হইতে নিম্নলিখিত বর্ণনা উদ্ধত করিলাম। “ তপ বা অধিক পরিমিত রুষ্ণবর্ণ যে রেখা কোরইডের প্রান্তভাগে অবস্থিত, তদ্বারা স্বায়ুর কোরইডু-প্রবেশ-দ্বারের চতুঃসীমা বিজ্ঞাত হওয়া যায়। তার, স্থারোটিকের প্রান্তভাগে যে डेख्छुव्न রক্ত স্কুরোটকের স্বত্র-সমটির বক্র বেস্টনে উৎপন্ন হইতেছে; ও যাহ। কেণরইডের প্রান্তভাগ, এবং যে সুন্দর ঈষৎ পাংশুবর্ণ রেখাদ্ধার স্বায়ুর সূক্ষমতম অংশ পর্য্যন্তও জ্ঞাত হওয়া যায়, এতদুভয়ের মধ্য দিয়া দৃষ্ট হয়, sistrą złąws zrişầni (Nerve-boundray ) +te ” i এই শেষোক্ত বৃত্ত সুস্থাবস্থায় তাদৃশ স্পষ্ট দেখিতে পাওয়া যায় না। কিন্তু প্যাপিলা পীড়িত হইলে উহা সমধিক স্পষ্ট প্রতিভাত হয়। কোরইদের প্রান্তভাগ, বিশেষতঃ ডিস্কের বহিঃস্থ প্রান্তভাগ সমাপক মুস্পষ্ট দেখিতে পাওয়া যায়। এই প্রণ স্তভাগে সচরাচর সঞ্চিত বর্ণ দুষ্ট হয়। কিন্তু এই বর্ণ উক্ত অংশের পীড়া কারণে উৎপন্ন হইয়ছে, এরূপ বিবেচন। করা সম্পূর্ণ ভ্রম। se . The ophthalmoscope"catter's translation of Zunder, p. 98. छ्।
পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।