পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুস্থ চক্ষুর আকৃতি। ©Ꮌ তথায় ল্যামিন ক্রিব্রোজার সূত্র সকল হইতে কোনরূপ তাণলোক প্রতিফলিত হইয়া আসিতে পারে না। সুস্থ অপ্টিক্‌ ডিস্কের আকৃতির সহিত বিলক্ষণ পরিচিত হওয়া আবশ্যক; তাহ হইলে, উহার উক্ত প্রাকৃতিক অবস্থাকে পীড়িত বলিয। কখনই ভ্রম হইতে পারে না। সকল সুস্থ চক্ষুরই অপ্টিক ডিস্কের বাহদেশ ঈষৎপাংশু শ্বেতবর্ণ, কেন্দ্রস্থল মগ্নায়মান ও ঈষৎ শুক্লবর্ণ, এবং অন্তর্দেশ গোলাপীবর্ণ। কিন্তু সময়েই ইহার ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায়। তৎসময়ে উছার অল্প বা অধিক পরিমাণে অনুভূত হইয়া থাকে। do